নয়া রেকর্ড গড়ল এসএসকেএম হাসপাতাল! শুভেচ্ছায় ভরালেন মুখ্যমন্ত্রী নিজে

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক অতীতে একাধিক ঘটনার জেরে প্রশ্নের মুখে এসে পড়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। স্যালাইন কাণ্ড সহ নানান ঘটনায় সরকারি হাসপাতালের (Government Hospital) চিকিৎসার মান নিয়ে প্রশ্ন উঠেছে। এই আবহে নয়া নজির গড়ল এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital)। সেই সুখবর ভাগ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে।

এসএসকেএমের সাফল্যে আপ্লুত মমতা (Mamata Banerjee)!

শনিবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী। সেখানে এসএসকেএমের সাফল্যের কথা তুলে ধরেন তিনি। মমতা জানান, ৫ দিনে বিভিন্ন রোগীর ১৭৫টি গলব্লাডার অপারেশন করা হয়েছে। এর মধ্যে প্রত্যেকটি সফল হয়েছে। বাংলা তো বটেই, দেশের বুকেও এমন ঘটনা নজিরবিহীন। ম্যারাথন অপারেশন করে এই নজির গড়েছে এসএসকেএম। রাজ্যের এক সরকারি হাসপাতাল এই রেকর্ড গড়ায় খুশি মুখ্যমন্ত্রী।


মমতা (Mamata Banerjee) এদিন লেখেন, ‘আমাদের নিজস্ব সুপার স্পেশ্যালিটি সরকারি হাসপাতাল এসএসকেএম একটি নতুন রেকর্ড গড়েছে। গত ৫ দিনে সফলভাবে অপেক্ষমাণ ১৭৫টি গলব্লাডার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এটি একটি বিশেষ উদ্যোগ ছিল। এর মাধ্যমে অপেক্ষমাণ গলব্লাডার রোগীদের সার্জারি দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয়েছে ও একইসঙ্গে প্রমাণিত হয়েছে, আমাদের চিকিৎসকরা যদি একসঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তাহলে কী অসাধ্য সাধন করা সম্ভব’।

আরও পড়ুনঃ জোড়া খুনের মামলা! তদন্ত থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ IPS দময়ন্তী সেন! হঠাৎ কী হল?

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গত সোমবার থেকে শুক্রবার অবধি এসএসকেএম হাসপাতালে এই ১৭৫টি স্পেশ্যাল ড্রাইভ কেসের পাশাপাশি আরও ৩৯০টি মেজর সার্জারি (Surgery) করা হয়েছে। এর জন্য সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। পাশাপাশি অপেক্ষমাণ রোগীদের দ্রুত চিকিৎসা প্রদান করতে বাকি হাসপাতালগুলিকেও এই মডেল অনুসরণ করার অনুরোধ জানিয়েছেন মমতা।

West Bengal CM Mamata Banerjee slammed Javed Khan for manhole incident

এসএসকেএম কর্তৃপক্ষ হঠাৎ কেন এই উদ্যোগ নিল সেকথাও ইতিমধ্যেই জানা গিয়েছে। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বিভিন্ন কারণে সার্জারির রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। এদিকে রোজ নির্দিষ্ট সংখ্যক রোগীর থেকে বেশি অস্ত্রোপচার করা সম্ভব নয়। সেই কারণে চাপ কমানোর জন্য নানান ডাক্তাররা মিলে সিদ্ধান্ত নেন, তাঁরা সবাই একসঙ্গে একাধিক সার্জারি করবেন। এর মাধ্যমেই নয়া নজির গড়েছে এসএসকেএম। রাজ্যের এক সরকারি হাসপাতালের এই সাফল্যে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে চিকিৎসক, নার্স সহ অন্যান্য কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর