বাংলাহান্ট ডেস্ক : ই ওয়েস্ট থেকে বিপুল পরিমাণ অর্থ সমৃদ্ধ করে ভারতের (India) অর্থনীতিকে। ওয়াকিবহল মহলের বক্তব্য, আগামী দিনে এই ধরনের ই ওয়েস্ট থেকে আরো বেশি পরিমাণ অর্থ আসার সম্ভাবনা রয়েছে ভারতের অর্থনীতিতে। সঠিকভাবে ই ওয়েস্ট কাজে লাগালে কোটি কোটি টাকা উপার্জন সম্ভব হবে খুব সহজে।
জ্যাকপট পেল ভারত (India)
সমীক্ষা বলছে, এই মুহূর্তে বিশ্বের তৃতীয় ই ওয়েস্ট (E Waste) সরবরাহকারী দেশের মধ্যে অবস্থান করছে ভারত (India)। এই তালিকায় প্রথমেই রয়েছে চিন, দ্বিতীয় স্থানে থাকা আমেরিকার পরই অবস্থান ভারতের। সমীক্ষায় দেখা গেছে, গত ১০ বছরে ভারতে ই ওয়েস্টের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে। দেশে ২০১৪ সালে ই ওয়েস্টের পরিমাণ ছিল ৩.৮ মেট্রিক টন।
আরোও পড়ুন : বদলে গেল পূর্বাভাস! টানা তিন দিন বৃষ্টি দক্ষিণবঙ্গে, কোন দিন কোন জেলা ভিজবে? আগাম খবর
২০২৪ সালে সেই পরিমাণ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ২ মিলিয়ন মেট্রিক টনে। এই সফলতার পিছনে গ্রামীণ অর্থনীতির অগ্রগতিকে নেপথ্য কারণ হিসাবে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী দিনে এই পরিস্থিতি আরো উন্নত হবে বলে আশা অনেকেরই। বর্তমানে ভারতে যে ই ওয়েস্ট তৈরি হচ্ছে তারমধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে ছোট যন্ত্রপাতি।
আরোও পড়ুন : নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয়! সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করল কেন্দ্র
মনে করা হচ্ছে এই ধরনের ই ওয়েস্ট আগামীদিনে অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে দেশের অর্থনীতিতে (Economy)। হিসাব বলছে, বর্তমানে ভারতের (India) ১৬% ই ওয়েস্ট নতুনভাবে ব্যবহার করা যায় রি সাইকেলিংয়ের মাধ্যমে। ধারণা করা হচ্ছে, ২০২৫ সালের মধ্যে এই পরিমাণ ৪০% ছাড়িয়ে যেতে পারে।
জানা গেছে, কেন্দ্রীয় সরকার আগামীদিনে একটি ই ওয়েস্ট ম্যানেজমেন্ট তৈরি করার পরিকল্পনাও করছে। নতুন মেশিনের মাধ্যমে এই ধরনের ই ওয়েস্ট আরো বেশি করে যাতে ব্যবহারকার্যে লাগানো যায় সেই ভাবনা চিন্তাও শুরু করেছে সরকার। আগামী ১০ বছরের মধ্যে ই ওয়েস্টের মাধ্যমে বিপুল পরিমাণ আয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।