DA, DR সব মিলবে! সরকারি কর্মীদের কথা ভেবে হঠাৎ বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (Dearness Allowance), ডিআর সবই মিলবে। কপাল খুলবে রাজ্য সরকারি কর্মীদের। তবে এ রাজ্যের কথা হচ্ছে না। কথা হচ্ছে পঞ্জাবের সরকারি কর্মীদের। সে রাজ্যের সরকারি কর্মচারী (Government Employees) এবং পেনশনভোগীদের (Pensioners) বকেয়া টাকা বা এরিয়ার প্রদানের জন্য ১৪,০০০ কোটি টাকা বরাদ্দ করার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

সম্প্রতি পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের পৌরহিত্যে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। জানানো হয়েছে, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সংশোধিত বেতন ও পেনশনের বকেয়া টাকা পাবেন কর্মীরা।

লিভ এনক্যাশমেন্টের টাকা দেওয়া হচ্ছে। পাশাপাশি ২০২১ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) দেওয়া হবে বলে জানানো হয়েছে। মোট ১৪,০০০ কোটি বকেয়া প্রদানের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে সরাসরি তিন লাখ রাজ্য সরকারি কর্মচারী এবং তিন লাখ পেনশনভোগীর লাভবান হবেন বলে জানানো হয়েছে। এদিকে খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যও খুশির খবর আসতে চলেছে। ফের একদফায় ডিএ বৃদ্ধি পাবে তাদের। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আপাতত সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে এবার ৪% পর্যন্ত মহার্ঘ ভাতা বাড়তে পারে।

Dearness Allowance

আরও পড়ুন: উলটে যাবে TRP, “তাক লাগানো” টুইস্ট দিয়েই ধরাছোঁয়ার বাইরে জলসা কাঁপানো মেগা!

এদিকে বাংলার সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৪% হারে ডিএ পাচ্ছেন। যদিও সম্প্রতি ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। রাজ্য বাজেট থেকে ৪% ডিএ বৃদ্ধি করা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের। যা কার্যকর হবে ১ এপ্রিল ২০২৫ থেকে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর