টাকার অভাবে উকিল নিয়োগে ব্যর্থ? আমজনতার মুখ চেয়ে এবার বিরাট কথা বলে দিল সুপ্রিম কোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ এদেশে এমন বহু পরিবার রয়েছে যারা টাকার অভাবে কিংবা সচেতনতার অভাবে উকিল (Lawyers) নিয়োগ করতে পারেন না। এবার সেই সকল মামলাকারীদের মুখ চেয়ে বড় আহ্বান করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এর ফলে এই রকম মামলাকারীদের অনেকখানি সুরাহা হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

কী আহ্বান করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)?

জানা যাচ্ছে, একটি মামলায় একজন তরুণ আইনজীবী ব্যক্তিগতভাবে এক মামলাকারীকে আইনি সহায়তা প্রদান করেছিলেন। সেই কারণে তাঁর প্রশংসা করে শীর্ষ আদালত। বিচারপতি বি ভি নাগরত্ন (Justice BV Nagarathna) এবং বিচারপতি সতীশ শর্মার বেঞ্চের মন্তব্য, কোনও প্রত্যাশা না রেখেই আইনজীবীদের উচিত সর্বোচ্চ সাহায্য করা।

এরপরেই সুপ্রিম কোর্টের তরফ থেকে বড় মন্তব্য করা হয়। টাকার অভাবে কিংবা সচেতনতার অভাবে যারা উকিল নিয়োগ করতে পারেন না, সেই মামলাকারীদের সহায়তার জন্য তরুণ উকিলদের এগিয়ে আসার আহ্বান জানায় শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ অর্জুনের বাড়ির সামনে বোমাবাজি! দোষীদের শাস্তি ঘোষণা করল আদালত! জোর শোরগোল

সুপ্রিম কোর্ট জানিয়েছে, আইনজীবীদের এই ধরণের প্রচেষ্টা, তা যদি ব্যক্তিগত উদ্যোগও হয়, তবে সবার উদ্দেশ্য এক হওয়া উচিত। তা হল, মামলাটিকে শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই রকম প্রচেষ্টা একটাই বার্তা দেয়, কোনও ভাবেই আইনজীবীরা দু’পক্ষের পারস্পরিক সমঝোতার পথে বাধা না হয়ে দাঁড়ায়। বিশেষত শ্রমিক ও পারিবারিক মামলাগুলির ক্ষেত্রে।

Supreme Court

এরপরেই বেঞ্চের তরফ থেকে বলা হয়, গত দু’বছরে আইনজীবী সঞ্চার আনন্দ ১৪ বার এই আদালতে হাজির হয়ে পিটিশনারের পক্ষে মামলা লড়েছেন। মামলাকারী অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ার কারণে আইনজীবীকে তাঁর কাজের জন্য এক টাকাও দিতে পারেনি।

সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়েছে, দেশের শীর্ষ আদালতে ন্যায়বিচার পাওয়া কেবলমাত্র টাকার অভাবে সীমাবদ্ধ নয়। এই আদালতে আসতে চাওয়া সকল শ্রেণির মানুষের জন্য বার কাউন্সিলের দায়িত্বশীল সদস্যদের দরকারি আইনি সহায়তা দিতে হবে। যাতে মামলার খরচ কিংবা সময়ের অপচয় না বেড়ে যায়।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর