চ্যালেঞ্জের মুখে ভারত-বাংলাদেশ সম্পর্ক! বিদেশের মাটিতে মুখোমুখি দুই দেশ, জমে গেল খেলা

বাংলাহান্ট ডেস্ক : ভারতের একদা ‘বন্ধু’ বাংলাদেশ আজ পরিণত হয়েছে যুযুধান বিপক্ষে। সীমান্ত সহ একাধিক ইস্যু নিয়ে সাম্প্রতিক অতীতে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে ঢাকা ও নয়াদিল্লির (India-Bangladesh)। বাংলাদেশ থেকে একের পর এক ভারত বিদ্বেষী মনোভাব তিক্ত করেছে দুই দেশের সম্পর্ক।

ভারত-বাংলাদেশের (India-Bangladesh) সম্পর্ক

বাংলাদেশের পরিবর্তিত পটভূমিতে ভারত-বাংলাদেশের (India-Bangladesh) সম্পর্ক নিয়ে টানাপোড়েন অব্যাহত। এই আবহেই বিদেশের মাটিতে মুখোমুখি দুই দেশ। বাংলাদেশের (Bangladesh) পররাষ্ট্র উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে একটি বৈঠক সম্পন্ন হল রবিবার।

আরোও পড়ুন : বাজারে গেলেই হাত পুড়ছে মধ্যবিত্তের! মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম বন্ধ করতে বিরাট উদ্যোগ রাজ্যের

ওমানের রাজধানী মাস্কাটে ভারত মহাসাগরীয় সম্মেলনের (ইন্ডিয়ান ওশান কনফারেন্স) ফাঁকে মুখোমুখি হলেন দুই দেশের পররাষ্ট্র প্রধান। ভারত ও বাংলাদেশ দুই পক্ষ থেকেই দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি কার্যত স্বীকার করে নেওয়া হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করে যাওয়ার উপরেও গুরুত্ব আরোপ করা হয়েছে এই বৈঠকে।

আরোও পড়ুন : টাকার অভাবে উকিল নিয়োগে ব্যর্থ? আমজনতার মুখ চেয়ে এবার বিরাট কথা বলে দিল সুপ্রিম কোর্ট

মাস্কাটে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের (India-Bangladesh) পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের বিষয়গুলি নিয়ে আলোচনা করেন তৌহিদ হোসেন ও জয়শঙ্কর। এই আলোচনায় উঠে আসে গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাঁদের বৈঠকের (Meeting) বিষয়টিও।

সূত্রের খবর, রবিবারের বৈঠকে দুই দেশের পররাষ্ট্র প্রধান উত্থাপন করেন ঢাকায় গত ডিসেম্বর মাসে অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক ও দিল্লিতে ১০-১১ ফেব্রুয়ারির একটি অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টার যোগদানের বিষয়টিও। আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে  দুই দেশের সীমান্তরক্ষীদের মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।

India-Bangladesh relationship discussion

তৌহিদ হোসেন ও জয়শঙ্করের আশা এই বৈঠকে আলোচনার মাধ্যমে সীমান্ত সংক্রান্ত ইস্যুর সমাধানের পথে হাঁটা যাবে। বৈঠক শেষে ভারতের (India) পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লেখেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ হল। আলোচনার কেন্দ্রে ছিল দ্বিপক্ষীয় সম্পর্ক, বিমসটেক।’

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর