বাংলাহান্ট ডেস্ক : সদ্য অনুষ্ঠিত হয়েছে জি বাংলা সোনার সংসার অনুষ্ঠান। এখনো সম্প্রচারের তারিখ ঘোষণা করা না হলেও প্রকাশ্যে এসেছে সম্ভাব্য পুরস্কার প্রাপকদের তালিকা। তা নিয়েই চলছে আলোচনা। এই অ্যাওয়ার্ড শো নিয়ে প্রতিবারই বাঁধে কোনো না কোনো বিতর্ক। আর এবারও তার ব্যতিক্রম হল না। একটি সিরিয়ালের (Serial) প্রতি অবিচারের অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিয়েছেন দর্শকরা।
সোনার সংসার নিয়ে অভিযোগ সিরিয়াল (Serial) ভক্তদের
বেশ কিছু ক্যাটেগরি নিয়েই অভিযোগ উঠেছে। সেই সমস্ত ক্যাটেগরিতে যোগ্যদের সম্মান দেওয়া হয়নি বলে উঠছে দাবি। বিশেষ করে কিছু সিরিয়াল (Serial) যথেষ্ট সম্মান পায়নি বলে অভিযোগ উঠেছে দর্শকদের একাংশের তরফে। টিআরপি তালিকায় এগিয়ে থেকেও পুরস্কারের ক্ষেত্রে ঝুলি ফাঁকাই রইল জনপ্রিয় মেগার (Serial)। আর তা নিয়েই দেখা দিয়েছে ক্ষোভ।
কোন কোন পুরস্কার পেল মেগা: জি বাংলার জনপ্রিয় সিরিয়ালগুলির (Serial) মধ্যে অন্যতম ‘ফুলকি’। প্রথম থেকেই টিআরপি তালিকায় ভালো ফল করে আসছে এই মেগা। প্রতি সপ্তাহেই প্রথম পাঁচে থাকে ফুলকি। সমসাময়িক এবং নতুন পুরনো অনেক মেগার থেকেই নম্বরের দিক দিয়ে এগিয়ে রয়েছে এই সিরিয়াল (Serial)। বেশ কয়েকবার বাংলা সেরাও হয়েছে এই মেগা। কিন্তু সোনার সংসারের মঞ্চে আশাহত হতে হল ফুলকিকে। শুধু মাত্র সেরা বউ এর পুরস্কার পেয়েছে ফুলকি। সেরা বর হয়েছে রোহিত। কিন্তু সেরা জুটি থেকে সেরা সিরিয়াল, কোনো পপুলার ক্যাটেগরিতেই জায়গা হয়নি ফুলকির।
আরো পড়ুন : নতুন সিরিয়ালে ফিরেছে জনপ্রিয় জুটি, শুটিংয়ের ফাঁকেই মন দেওয়া নেওয়া টেলিপাড়ায়!
কী নিয়ে অভিযোগ: চলতি মাসেই নাকি শেষ হতে চলেছে ‘নিম ফুলের মধু’। তবে শেষবেলায় ঝুলি ভরে গেল সিরিয়ালের (Serial)। প্রিয় নায়ক নায়িকা থেকে প্রিয় পরিবার, জি ফাইভে মোস্ট ওয়াচড শো এর পুরস্কার গিয়েছে নিম ফুলের কাছে। সেরা নায়িকা হয়েছেন জগদ্ধাত্রীও। সঙ্গে সেরা ধারাবাহিকের (Serial) পুরস্কারও গিয়েছে তাদের ঝুলিতে।
আরো পড়ুন : ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নতুন মেগা, ‘দুগ্গামণি’ আসতেই স্লট হারা এই সিরিয়াল!
বিতর্ক হয়েছে সেরা জুটি নিয়ে। সদ্য শুরু হওয়া ‘পরিণীতা’ সবাইকে টেক্কা দিয়ে ছিনিয়ে নিয়েছে সেরা জুটির অ্যাওয়ার্ড। এদিকে রায়ান পারুলের এখনো প্রেম পর্ব শুরুই হয়নি সিরিয়ালে। সেখানে ফুলকি রোহিত যথেষ্ট জনপ্রিয় জুটি। অথচ তাদের হাতে উঠল না পুরস্কার। সব মিলিয়ে বেশ ক্ষুব্ধ ফুলকি ভক্তরা। শুধু দর্শকরাই নন, পরোক্ষে কটাক্ষ করেছেন ‘মিঠিঝোরা’র আরাত্রিকাও। ‘পরিশ্রম নয়, টিআরপিই সব’, এমনি পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে।