বাংলা হান্ট ডেস্কঃ যে কোনও ভারতীয় নাগরিকের অন্যতম গুরুত্বপূর্ণ দু’টি নথি হল ভোটার কার্ড (Voter Card) এবং আধার কার্ড। এখন প্রায় সব কাজেই আধার কার্ডের (Aadhaar Card) দরকার হয়। এই আবহে এবার বড় মন্তব্য করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ‘আধার কার্ড, ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক কীভাবে প্রমাণ হয়?’ প্রশ্ন তুলে দিল উচ্চ আদালত।
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রশ্নে তোলপাড়!
জানা যাচ্ছে, প্রায় বছর খানেক আগে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে বর্ধমান থেকে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছিল। জামিনের আবেদন জানিয়ে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলার প্রেক্ষিতেই বড় প্রশ্ন তুলে দেয় উচ্চ আদালত। সাম্প্রতিক অতীতে জাল পাসপোর্ট, অনুপ্রবেশের ইস্যুতে একাধিকবার সরগরম হয়ে উঠেছে বাংলা। এই আবহে বিচারপতি দেবাংশু বসাকের এই পর্যবেক্ষণ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।
হাইকোর্টের (Calcutta High Court) কথায়, আধার কার্ড, ভোটার কার্ড থাকলেই তিনি ভারতীয় নাগরিক এটা কীভাবে প্রমাণ হয়? বহু অনুপ্রবেশকারী বাংলাদেশি রয়েছেন যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তাঁরা জাল ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট বানিয়ে এদেশে বসবাস করছেন। অনেকে নিজেদের এদেশের নাগরিক প্রমাণ করার জন্য আয়করও দেন। ফলে তাঁরা যে দাবি করছেন তাঁরা ভারতের নাগরিক ও তাঁদের সঠিক পাসপোর্ট রয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি।
আরও পড়ুনঃ কার সুপারিশে হয়েছে কত চাকরি? ‘পর্দাফাঁস’ করল সিপিএম! ‘TMC সততার প্রতীক’! পাল্টা দাবি শাসকদলের
এখানেই না থেমে জাস্টিস বসাক (Justice Debangshu Basak) আরও বলেন, আমেরিকার ক্ষেত্রে বহু সময় এই রকম দেখা যাচ্ছে। সেই কারণে সেখানে এই ধরণের ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বের করে দেওয়া হচ্ছে। ফলে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত বর্ধমানের ওই দম্পতির জামিনের আবেদন খারিজ করে সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তি করে দেওয়া হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে এদেশে একাধিক অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে। বাংলাদেশ থেকে অবৈধভাবে এদেশে অনুপ্রবেশের সময় পাকড়াও করা হয়েছে অনেককে। বাংলার নানান প্রান্তে এই রকম অনুপ্রবেশের ঘটনা দেখা গিয়েছে। এই আবহে এবার বড় প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ‘আধার কার্ড, ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক কীভাবে প্রমাণ হয়?’ প্রশ্ন তুললেন বিচারপতি দেবাংশু বসাক।