বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ এক বছর ধরে চলা গানের রিয়েলিটি শো সারেগামাপা (Saregamapa) এবার শেষের পথে। সম্প্রতি শুটিং করা হয়েছে গ্র্যান্ড ফিনালে পর্ব। দুদিন ধরে চলেছে শুটিং। বিশেষ চমক থাকছে চূড়ান্ত পর্বে। সারেগামাপার (Saregamapa) বিচারকরা তো থাকছেনই, সঙ্গে বিশেষ অতিথি হয়ে আসতে চলেছেন মুম্বইয়ের সঙ্গীত জগতের নামী তারকা।
কারা থাকছেন সারেগামাপার (Saregamapa) গ্র্যান্ড ফিনালেতে
জানা গিয়েছে, সারেগামাপার (Saregamapa) গ্র্যান্ড ফিনালেতে গান দিয়ে মঞ্চ মাতাবেন খ্যাতনামা সঙ্গীতশিল্পী আদনান সামি। ‘মুঝকো ভি তো লিফট করা দে’, ‘তেরা চেহেরা’র মতো তাঁর জনপ্রিয় ট্র্যাক গুলি গ্র্যান্ড ফিনালেতে শিল্পীর কণ্ঠে শোনা যাবে বলে খবর। পাশাপাশি পিয়ানো বাজাতে এবং চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হওয়া প্রতিযোগীদের সঙ্গে গান গাইতেও দেখা যাবে তাঁকে।
থাকছে একগুচ্ছ চমক: আর কী কী থাকছে গ্র্যান্ড ফিনালেতে? সারেগামাপার (Saregamapa) এই সিজনে বিচারকদের আসনে দেখা গিয়েছে আটজন খ্যাতনামা সঙ্গীত বিশেষজ্ঞদের। শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, জাভেদ আলি, জোজো, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, ইমন চক্রবর্তী এবং রাঘব চট্টোপাধ্যায়দের দেখা গিয়েছে বিচারক হিসেবে।
আরো পড়ুন : উলটপুরাণ! ভারতের শত্রুদের পাকিস্তানে করা হচ্ছে নিকেশ, নেপথ্যে “কে”?
বিজয়ী হলেন কারা: গ্র্যান্ড ফিনালেতে এই বিচারকরা তো থাকছেনই, সঙ্গে দেখা যাবে হৈমন্তী শুক্লাকেও। গান থাকছে শান্তনু, কৌশিকীর। সঙ্গে আবিরের সঞ্চালনা তো থাকছেই। সব মিলিয়ে গ্র্যান্ড ফিনালে (Saregamapa) যে বেশ জমজমাট হতে চলেছে তেমনটাই আভাস পাওয়া গিয়েছে। পাশাপাশি এবারে বিজয়ীদের ক্ষেত্রেও নিয়মে কিছু পরিবর্তন থাকছে।
আরো পড়ুন : মোড় ঘোরানো টুইস্ট এনেও উঠল না TRP, জল্পনা সত্যি করে ফুরোচ্ছে এই সিরিয়াল!
প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে এ বছর যুগ্ম প্রতিযোগীরা রয়েছেন বলে খবর। বড়দের এবং শিশু প্রতিযোগীদের মধ্যে থেকে একজন করে হয়েছেন বিজয়ী। চূড়ান্ত পর্বে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন অতনু মিশ্র, অনীক জানা এবং আরাত্রিকা সিনহা। নগদ অর্থের পাশাপাশি সোনার গয়নাও পাবেন বিজয়ীরা।