১৮ টি প্রাণ যেতেই নড়ল টনক! স্টেশনে ভিড় সামলাতে এবার ঢালাও পরিকল্পনা ভারতীয় রেলের

বাংলাহান্ট ডেস্ক : শেষমেষ হল বোধোদয়। কিন্তু এর জন্য অকালে ঝরে গেল ১৮ টি প্রাণ। শনিবার নয়াদিল্লির রেলস্টেশনে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। মহাকুম্ভ এখনো শেষ হয়নি। তার আগেই নড়েচড়ে বসল রেল মন্ত্রক (Indian Railways)। দেশের ব্যস্ততম ৬০ টি স্টেশনে ভিড় সামলাতে আসছে নয়া প্রযুক্তি। ‘হোল্ডিং জোন’ বা অতিরিক্ত স্থান সংকুলানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় রেলের (Indian Railways) তরফে।

ভিড় সামলাতে নয়া উদ্যোগ ভারতীয় রেলের (Indian Railways)

গত শনিবার নয়াদিল্লির স্টেশনে ভিড়ের চাপে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রত্যেকেই মহাকুম্ভের জন্য প্রয়াগরাজ যাচ্ছিলেন। ট্রেনে ওঠার তাড়াহুড়োয় পদপিষ্ট হন ১৮ জন। ওই ঘটনা থেকে শিক্ষা নিয়েই এবার বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। সূত্রের খবর, ভিড় নিয়ন্ত্রণ করতে এবার AI প্রযুক্তি ব্যবহার করা হবে।

Indian Railways to take action after delhi incident

কী ব্যবস্থা নেওয়া হচ্ছে: যেমনটা জানা গিয়েছে, সঙ্কটজনক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ৬০ টি ব্যস্ততম স্টেশনের আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হবে। বিশৃঙ্খলা এড়াতে একটি নির্দিষ্ট পথ দিয়ে যাত্রীদের হোল্ডিং জোনে নিয়ে যাওয়া হবে। সেখানে অতিরিক্ত স্থান সংকুলানের ব্যবস্থা থাকবে। তির চিহ্ন এবং ডিভাইডার দিয়ে ওই রাস্তার দিক নির্দেশ করা থাকবে। ওই স্থানেই ট্রেনের জন্য অপেক্ষা করবেন তারা।

আরো পড়ুন : সারেগামাপার গ্র্যান্ড ফিনালেতে যুগ্ম বিজয়ী! মোটা অঙ্কের টাকা ছাড়াও আর কী পুরস্কার থাকছে, জানেন?

আগে থেকে চলছে নজরদারি: জানা যাচ্ছে, ভবিষ্যতে ভিড়ের চাপ সামলাতে রেল কর্মীদের (Indian Railways) পাশাপাশি আধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হবে। বর্তমানে মহাকুম্ভের কারণে প্রয়াগরাজের সঙ্গে সঙ্গে সংযুক্ত দেশের ৩৫ টি স্টেশনে (Indian Railways) ‘সেন্ট্রাল ওয়ার রুম’ থেকে নজরদারি চালানো হচ্ছে বলে খবর। নয়াদিল্লি স্টেশনেই রয়েছে ২০০ টি সিসি ক্যামেরা।

আরো পড়ুন : উলটপুরাণ! ভারতের শত্রুদের পাকিস্তানে করা হচ্ছে নিকেশ, নেপথ্যে “কে”?

এদিকে প্রশ্ন উঠছে, এতগুলি সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও পরিস্থিতি দেখে ব্যবস্থা নেওয়া হল না কেন? তাহলে এতজনের মৃত্যু হত না। তবে ঘটনা ঘটে যাওয়ার পরেই টনক নড়েছে রেলের। এমনকি এও শোনা যাচ্ছে, আগামীতে রেলের সমীক্ষায় ভিড়ের সমস্যা নিয়ে যাত্রী, দোকানদারদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর