হোয়াটসঅ্যাপে সুপারিশ পেয়ে ‘রুদ্ধদ্বার’ বৈঠক! দুর্নীতি ধামাচাপা দিতে এই কাজ করতেন পার্থ

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) মামলায় বিগত দু’বছরের বেশি সময় ধরে জেলবন্দী রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বারবার অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন জানালেও তা খারিজ হয়ে গিয়েছে আদালতে। এই মামলায় পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও নাম জড়িয়েছে আরো অনেক হেভিওয়েটদের। নিয়োগ মামলায় এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য এল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে।

নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় CBI-এর হাতে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য!

জানা যাচ্ছে,  শুধু মাত্র কাগজে-কলমে নয় হোয়াটসঅ্যাপ কিংবা এসএমএস পাঠিয়েও সুপারিশ করা হতো চাকরি প্রার্থীদের নাম। আর সেই সমস্ত নাম নিজে ব্যক্তিগতভাবে খতিয়ে দেখতেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সম্প্রতি চার্জশিট দাখিলের সাথে অতিরিক্ত বেশ কিছু নথি যুক্ত করেছে সিবিআই। সেখানে উল্লেখ রয়েছে সুপারিশ সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়ার ব্যাপারে। ইতিমধ্যেই বিশেষ আদালতে সেই সমস্ত নথি জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআইয়ের দেওয়া ওই সুপারিশ তালিকা সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। জানা যাচ্ছে রাজ্যের শিক্ষকদের ওই সুপারিশ তালিকায় এমন ৩৩৪ জন প্রার্থীর নাম উল্লেখ করা হয়েছে যাদের চাকরির জন্য সুপারিশ করেছিলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক প্রাক্তন সংসদ, বিধায়ক সহ অন্যান্য প্রভাবশালীরা। ওই সুপারিশ তালিকায় এমন ১৩৪ জন শিক্ষক রয়েছেন যারা ইতিমধ্যেই অবৈধভাবে চাকরি পেয়ে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে বহাল তবিয়তে রয়েছেন।

আরও পড়ুন: হাত দিলেই ফুল মার্কস, মাধ্যমিকের অঙ্ক প্রশ্ন নিয়ে বিরাট সিদ্ধান্ত পর্ষদের

সূত্রের খবর চাকরিপ্রার্থী বাছাইয়ের আগে রুদ্ধদ্বার বৈঠকে বসতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। কাদের সঙ্গে হতো সেই বৈঠক? জানা যাচ্ছে, রাজ্যের শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক সারতেন পার্থ। বেআইনি এই নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ধামাচাপা দিতে অফিসে নয় নিজের বাড়িতেই ওই বৈঠক করতেন তিনি। নিয়োগ মামলায় ইডির ফাইল করার চার্জশিটে পার্থকে দুর্নীতির ‘কিং পিন’ বলেও উল্লেখ করা হয়েছিল।

partha chatterjee

সিবিআই-এর দেওয়া চার্জশিটে নাম ছিল পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় এবং তার পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্যও। এছাড়া পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী বাবলি চ্যাটার্জির নামও উল্লেখ করা হয়েছিল চার্জশিটে। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পার্থ চ্যাটার্জি। হাসপাতাল সূত্রে খবর বর্তমানে সুস্থ রয়েছেন পার্থ। খুব তাড়াতাড়ি তাঁকে ছেড়ে দেওয়া হবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর