করে দেখাল মোদী সরকার! এই একটি চালেই দীর্ঘ ১৭ বছর পর বিপুল লাভের সম্মুখীন BSNL

বাংলাহান্ট ডেস্ক : ১,২ বছর নয়; দীর্ঘ দেড় যুগ পর লাভের মুখ দেখল ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)। ২০০৭ সালের পর এই প্রথমবার তৃতীয় ত্রৈমাসিকে লাভের অঙ্ক এসে দাঁড়িয়েছে ২৬২ কোটি টাকায়। গ্রাহকদের উন্নত পরিষেবা প্রদান থেকে শুরু করে নেটওয়ার্ক বৃদ্ধির পাশাপাশি ব্যয় সংক্রান্ত বেশ কিছু বদলের কারণেই সাফল্য পেয়েছে সংস্থা।

দুর্দান্ত লাভ করল BSNL

টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অবশ্য ইতিমধ্যেই জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বে সরকারের নিজস্ব টেলিকম সংস্থা বিএসএনএল উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আমরা অবশ্যই আশা করছি, এই বছর শুধুমাত্র চতুর্থ ত্রৈমাসিকের শেষে যে রাজস্ব বৃদ্ধিই হবে এমনটা নয়, পাশাপাশি আমরা খরচ নিয়ন্ত্রণে রাখব এবং উল্লেখযোগ্যভাবে ক্ষতির দিকটাও দেখব।’

আরোও পড়ুন : ED-র পর CBI! কলকাতা হাইকোর্টে জামিন পেলেন কালীঘাটের কাকু! জেলমুক্তি কবে?

বিএসএনএল (BSNL) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ রবার্ট জে রবি পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, ‘আমরা এই ত্রৈমাসিকে আমাদের আর্থিক পারফরম্যান্সে সন্তুষ্ট। গ্রাহকদের সন্তুষ্টি আর নেটওয়ার্ক সম্প্রসারণই যে আমাদের মূল লক্ষ্য, সেটা আবারও প্রতিফলিত হয়েছে। এই প্রচেষ্টার ফলে আমরা আশা করছি, আর্থিক বছর শেষে রাজস্বের বৃদ্ধি আরও খানিকটা বাড়বে। এটা ২০ শতাংশ ছাড়িয়ে যাবে।’

BSNL huge profit by Central Government plan

বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited) চেয়ারম্যান রবির আরোও সংযোজন, ‘বিএসএনএলের তিনটি লাইন ফাংশন-মোবিলিটি, এফটিটিএইচ এবং লিজড লাইনস থেকে রাজস্ব আগের বছরের তুলনায় যথাক্রমে ১৫ শতাংশ, ১৮ শতাংশ এবং ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উপরন্তু, বিএসএনএল সফলভাবে তার আর্থিক ব্যয় এবং সামগ্রিক ব্যয় হ্রাস করেছে। যার ফলে গত বছরের তুলনায় ১৮০০ কোটি লোকসান হ্রাস পেয়েছে।’

আরোও পড়ুন : সুখবর! স্বাস্থ্যকেন্দ্রে শূন্যপদের ঘাটতি মেটাতে নিয়োগ হচ্ছে বিপুল সংখ্যক চিকিৎসক ও নার্স

প্রসঙ্গত উল্লেখ্য, আজকের দিনে দাঁড়িয়ে ভিআই এয়ারটেল, জিও রিচার্জ করার জন্য যেখানে গ্রাহকদেরকে মোটা থাকা গুনতে হচ্ছে, সেখানে ভারত সঞ্চার নিগম লিমিটেডের খরচ কিন্তু অনেকটাই কম। ফলে স্বাভাবিকভাবেই বৃদ্ধি পেয়েছে গ্রাহকের সংখ্যা। পরিসংখ্যান বলছে, গ্রাহক সংখ্যা ২০২৪ সালের জুনে ছিল ৮.৪ কোটি। সেটাই ২০২৪ সালের ডিসেম্বরে বেড়ে প্রায় ৯ কোটিতে পৌঁছে গিয়েছে।

শুধু তাই নয়, সংস্থার উন্নতির জন্য ন্যাশনাল ওয়াইফাই রোমিং, BiTV (সমস্ত মোবাইল গ্রাহকদের জন্য বিনামূল্যে বিনোদন) এবং সমস্ত FTTH গ্রাহকদের জন্য IFTV-র মতো নতুন উদ্ভাবন চালু করা হয়েছে। সিন্ধিয়া জানিয়েছেন, পরিকল্পনা  অনুযায়ী, ১০০,০০০ টাওয়ারের মধ্যে প্রায় ৭৫,০০০ টাওয়ার স্থাপন করা হয়েছে। চলছে প্রায় ৬৫,০০০ টাওয়ার এবং এ বছরের জুনের মধ্যে ১০০,০০০ টাওয়ারই চালু হবে।

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর