মোদি-মাস্ক বৈঠকের পরেই কপাল খুলল ভারতীয়দের! জানলে হবেন খুশি

বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগে আমেরিকা সফরে গিয়ে টেসলা কর্ণধার ইলন মাস্কের সাথে বৈঠক করেন ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই বৈঠকের কয়েকদিন পরই ভারতে কর্মী নিয়োগ শুরু করল টেসলা। আপাতত ভারতের মুম্বাই ও দিল্লি শহরে ১৩টি পদে কর্মী নিয়োগের ঘোষণা করেছে মার্কিন সংস্থা টেসলা।

ভারতে (India) কর্মী নিয়োগ টেসলার

ইলন মাস্কের (Elon Musk) সংস্থা দীর্ঘদিন ধরেই ভারতে (India) কারখানা তৈরির পরিকল্পনা করছিল। গত বছরই শোনা যায় টেসলার বেশ কিছু উচ্চ পদস্থ আধিকারিক আসতে চলেছেন ভারত সফরে। কারখানা তৈরির জন্য আধিকারিকরা ঘুরে দেখবেন বেশ কিছু জায়গা। সূত্রের খবর, মাস্কের সংস্থা ভারতে সবমিলিয়ে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে আগ্রহী।

আরোও পড়ুন : জবাব দিতে হবে কেন্দ্রকে! পর্নোগ্রাফি নিয়ে বড় প্রশ্ন করল সুপ্রিম কোর্ট! রণবীর-বিতর্কের আবহে শোরগোল

এমনকি জানা যাচ্ছিল গত বছর লোকসভা নির্বাচনের আগে ভারতে মুখোমুখি হতে পারেন মোদি ও মাস্ক। তবে পরে দেখা যায় ভারতের বদলে টেসলা কর্ণধার গিয়েছেন চিন সফরে। তারপরই ভারতে টেসলার বিনিয়োগ নিয়ে শুরু হয় নানান জল্পনা-কল্পনা। তবে সেই সব জল্পনার অবসান ঘটিয়ে উঠে আসছে খুশির খবর।

আরোও পড়ুন : ইউটিউব কেরিয়ারে লালবাতি! রণবীরকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

মোদির সাথে বৈঠকের কিছুদিন পরই ভারতে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এই মার্কিন সংস্থা। টেসলা লিঙ্কডইনের একটি পোস্টে জানিয়েছে, আপাতত দিল্লি ও মুম্বাই শহরে ১৩ টি পদে নিয়োগ করা হবে। দিল্লিতে রয়েছে সার্ভিস টেকনিশিয়ান এবং অ্যাডভাইজার পদ। অন্যদিকে, মুম্বাইতে ম্যানেজার এবং ডেলিভারি অপারেশন স্পেশালিস্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে টেসলা।

After Modi musk meeting a big decision is taken for india

প্রসঙ্গত, ২০২৩ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন সফরে গিয়েও সাক্ষাৎ করেন টেসলা কর্ণধার ইলন মাস্কের সাথে। সেই বৈঠকের পর মাস্ক জানান যে তাঁর সংস্থা আগামী দিনে বিনিয়োগ করতে চলেছে ভারতে (India)। একাধিক সূত্রের খবর ছিল, ভারতে টেসলা কারখানা তৈরি করলে প্রতিবছর দেশের মাটিতে উৎপন্ন হবে ৫ লক্ষ ইলেকট্রিক গাড়ি।

সেই গাড়িগুলির দাম থাকবে ২০ লক্ষ টাকার মধ্যেই। টেসলার পক্ষ থেকে ভারতে (India) ব্যবসা করার অনুমতি চাওয়া হয় ২০১৯ সালে। তারপর থেকেই ভারতে বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা চলছে মাস্ক ও ভারতের। এবার দুপক্ষের সম্মতিতেই হয়ত অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর