বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক বছরগুলিতে, ভারত (India) মহাসাগরে চিনা যুদ্ধজাহাজ এবং সাবমেরিনের উপস্থিতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। জলদস্যুদের বিরুদ্ধে নজরদারি ও অভিযানের আড়ালে চিন তাদের নৌবহরের সংখ্যা বাড়াচ্ছে। এদিকে, ভারতীয় নৌসেনাও চিনা নৌ-কর্মকাণ্ডের ওপর কড়া নজর রাখছে। শুধু তাই নয়, এখন ভারতের নজরদারি ক্ষমতা আরও প্রসারিত হতে চলেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এখন ৬ টি নতুন P-8I সামুদ্রিক টহল বিমান ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হতে চলেছে।
সমুদ্রে এবার ভারতের (India) দাপট:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময়ে ভারত (India) ও আমেরিকার যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, এই ৬ টি P-8I বিমান সংক্রান্ত চুক্তি প্রায় শেষ। বিক্রয়ের জন্য সমস্ত শর্তাবলিতেও সম্মতি মিলেছে। এদিকে, নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা ৬ টি বিমানের চালান ভারতের সামুদ্রিক সক্ষমতাকে শক্তিশালী করবে। বিশেষ করে ভারত মহাসাগরে এই পদক্ষেপ ইতিবাচক হিসেবে বিবেচিত হবে। এর পাশাপাশি, এই বিমানের আগমন নৌবাহিনীর প্রতিকূল কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও মোকাবিলার সক্ষমতা বাড়াবে।
ভারতের কাছে বর্তমানে কতটি P-8I বিমান রয়েছে: জানিয়ে রাখি যে, বর্তমানে ভারতের (India) কাছে ১২ টি P-8I বিমান রয়েছে। এর মধ্যে ৮ টি বিমানের প্রথম ব্যাচ ২০০৯ সালে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়। এরপর ২০১৬ সালে আরও ৪ টি নতুন বিমান কেনা হয়। নৌবাহিনী ১০ টি অতিরিক্ত বিমানের অনুরোধ করলেও পূর্ণ কোটা পেতে পারেনি।
এদিকে, ২০১৯ সালের নভেম্বরে ৬ টি নতুন P-8I-এর জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তটি ২০২১ সালের মে মাসে মার্কিন বিদেশ দফতর থেকে অনুমোদন পেয়েছে। এই বিমানগুলি বিশেষভাবে দূর-পাল্লার নজরদারির জন্য ডিজাইন করা হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সমুদ্রে গভীরতায় সাবমেরিনও শনাক্ত করতে পারে এবং তাদের কাজ প্রভাবিত করার ক্ষমতা রাখে।
আরও পড়ুন: “মধ্যরাতের সিদ্ধান্ত” অত্যন্ত “অপমানজনক”, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের প্রসঙ্গে গর্জে উঠলেন রাহুল
P-8I-তে ইনস্টল করা উন্নত প্রযুক্তি ওই বিমানকে সমুদ্রের গভীরে স্ক্যান করার পাশাপাশি ৪১,০০০ ফুট উচ্চতায় উড়তে সক্ষম করে। এই বিমান একবারে ৮,৩০০ কিলোমিটার দূরত্ব কভার করতে পারে এবং ১১ টি হার্ড পয়েন্ট দিয়ে সজ্জিত। যার মধ্যে অ্যান্টি-শিপ মিসাইল, ক্রুজ মিসাইল, হালকা টর্পেডো এবং অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার চার্জ অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের মধ্যে কে বেশি শক্তিশালী? উত্তর সামনে আসতেই শুরু হইচই
P-8I-এর পাশাপাশি MQ-9B ড্রোনও ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর ফলে নজরদারি ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এই প্রসঙ্গে জানা গিয়েছে যে, আমেরিকা ২০২৯ সালের মধ্যে ৩১ টি MQ-9B ড্রোন সরবরাহ করবে। এই ড্রোনগুলি ভারত মহাসাগরে নজরদারি করবে। যেখানে ৫০ টিরও বেশি নৌ জাহাজ এবং ২০,০০০ টি বাণিজ্যিক জাহাজ রয়েছে। আর এইভাবেই, P-8I বিমান এবং MQ-9B ড্রোনগুলি একসঙ্গে ভারতীয় নৌবাহিনীর কৌশলগত সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। শুধু তাই নয়, ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রতিযোগিতার ক্ষেত্রে ভারতের (India) সামুদ্রিক স্বার্থকেও রক্ষা করবে।