বাংলা হান্ট ডেস্কঃ ফের সিবিআই এর ভূমিকায় প্রশ্ন আদালতের। দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের (স্টেট ব্যাঙ্ক ও UCO ব্যাঙ্ক) তিনটি শাখায় কয়েক কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। সেই মামলাতেই বিচারপতির ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। সেখানেই CBI-র উদ্দেশে বিচারপতির প্রশ্ন, কেন রাজ্যের (State Government) অনুমতির অপেক্ষায় এফআইআর করেনি তারা? এরপরই সিবিআইকে এফআইআর করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ক্ষেত্রে এফআইআর করতে রাজ্যের অনুমোদনের কোনো প্রয়োজন নেই বলে জানান বিচারপতি। সিবিআই-কে বিচারপতির নির্দেশ, সিবিআই নিজের বুদ্ধি খাটাক। কী কী নথি, তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, তার উপরে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হোক এফআইআর করা হবে কি না।
বিচারপতি সাফ জানান, ‘কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিরুদ্ধে দুর্নীতির মামলায় অফিসারদের বিষয়ে এফআইআর-এর জন্য রাজ্যের অনুমোদনের প্রয়োজন হয় না।’ বিচারপতি বলেন, ‘বিনয় মিশ্র মামলায় এই বিষয়ে আগেই স্পষ্ট করেছে আদালত। সিবিআই বনাম সতীশ কুমার মামলাতেও সুপ্রিম কোর্ট এই নিয়ে নির্দেশ দিয়েছে।’ এই ইসুতেই বিচারপতির মন্তব্য, ‘সিবিআই কি কাজ করবে না বলে এটা করছে? বাংলায় থেকে সিবিআইয়ের এমন হয়েছে!’
কেন্দ্রীয় সরকারি কর্মী, পাবলিক সেক্টর সংস্থার কর্মীদের বিরুদ্ধে এফআইআর করার জন্য রাজ্যের অনুমোদন চাইনা বলে জানিয়ে দেয় হাইকোর্ট। প্রসঙ্গত, কয়েক বছর আগে দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তিনটি শাখা থেকে কয়েক কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। তবে সিবিআই তরফে এখনও কোনও এফআইআর দায়ের হয়নি। এদিন সিবিআই ডিআইজি দুটি মামলার স্টেটাস রিপোর্ট আদালতে জমা দেন।
আরও পড়ুন: গুচ্ছ গুচ্ছ আবেদনে অসন্তোষ! ধর্মস্থান আইন মামলা নিয়ে বিরাট সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের! তোলপাড় দেশ
ব্যাঙ্কের টাকা তছরুপের সেখানকারই সরকারি কর্মীর জড়িত থাকার অভিযোগ উঠেছিল। এদিন এই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কেন্দ্রীয় এজেন্সির উপর ক্ষোভপ্রকাশ করেন। শেষে সিবিআই-কে এফআইআর করার নির্দেশ দিয়েছে আদালত। আদালতের নির্দেশ, এফআইআর করার আগে সিবিআই প্রাথমিক অনুসন্ধান করবে এবং তা ব্যাঙ্কগুলিকে পাঠাবে। সেক্ষেত্রে তাদের কোনও আপত্তি না থাকলে সিবিআই-কে জানাতে পারবে। কোনো আপত্তি না থাকলে সিবিআই দ্রুত এফআইআর করবে।