পরপর চমকই সার, TRP ফেরার নাম নেই, সিরিয়াল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জলসার

বাংলাহান্ট ডেস্ক : কিছু কিছু সিরিয়াল (Serial) টিআরপি তালিকায় বছরের পর বছর ধরে রাজত্ব করে। বর্তমান সময়ের নিরিখে ব্যতিক্রমী হয়ে টানা ভালো টিআরপি তুলে দর্শক মহলে জনপ্রিয় হয়ে ওঠে। অবশ্য এমন সিরিয়ালের (Serial) সংখ্যা হাতেগোনা। বেশিরভাগ ধারাবাহিকই বর্তমানে কয়েক মাস চলতে না চলতেই বন্ধ হয়ে যায়।

ধরণ বদলে গিয়েছে সিরিয়ালের (Serial)

আগে মেগা সিরিয়াল (Serial) মানেই তা একটানা চলত কয়েক বছর ধরে। টিআরপিও উঠত ১০ বা তার উপরে। এখন সবটাই বদলেছে। কিছুদিন যেতে না যেতেই গল্প থেকে আগ্রহ হারাচ্ছেন দর্শকরা। আর তারা মুখ ফেরাতেই হু হু করে নামছে টিআরপি। ফলত শুরু হতে না হতেই শেষ করে দেওয়া হচ্ছে সিরিয়াল (Serial)।

Star jalsha took big decision regarding this serial

প্রাক্তন বেঙ্গল টপারের খারাপ দশা: বর্তমানে যে সিরিয়ালগুলি (Serial) আগের মেগা সিরিয়ালের কনসেপ্ট মেনে চলছে তাদের মধ্যে অন্যতম ‘অনুরাগের ছোঁয়া’। স্টার জলসার এই ধারাবাহিক (Serial) বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে সম্প্রচারিত হচ্ছে। তবে একসময় সপ্তাহের পর সপ্তাহ ধরে বেঙ্গল টপার হওয়া সিরিয়ালের (Serial) এখন বেশ করুণ দশা।

আরো পড়ুন : ইউটিউব কেরিয়ারে লালবাতি! রণবীরকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

বড় সিদ্ধান্ত চ্যানেলের: টিআরপি কমে দাঁড়িয়েছে তলানিতে। বেশ কিছুদিন ধরেই সিরিয়ালটি (Serial) বন্ধের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে মাঝে শোনা গিয়েছিল, গল্পের ট্র্যাক ঘুরতে পারে। পরবর্তী প্রজন্মকে নিয়ে এগোবে গল্প (Serial)। কিন্তু সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, চ্যানেল এবং প্রোডাকশন হাউজ সিদ্ধান্ত নিয়েছিল, আরো একটি লিপ আনা হবে গল্পে। কিন্তু ৬.৫ এর বেশি টিআরপি থাকলেই তা সম্ভব ছিল।

আরো পড়ুন : পুরস্কারের নামে “টালবাহানা”, জি বাংলা সোনার সংসারে অপমানিত বেঙ্গল টপার মেগা! গুরুতর অভিযোগ দর্শকদের

বর্তমানে অনুরাগের ছোঁয়ায় (Serial) এই টিআরপি ফেরানো সম্ভব নয়। তাই প্রোডাকশন হাউজের তরফে সিরিয়ালটি শেষের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। পাশাপাশি সামনে রয়েছে আইপিএল। সে সময় সব ধারাবাহিকেরই নম্বর কমবে। তাই ঝুঁকি নিতে চাইছে না চ্যানেল। বর্তমানে ৯৬৫ পর্ব পেরিয়ে গিয়েছে অনুরাগের ছোঁয়া। শোনা যাচ্ছে, ১০০০ এপিসোড পূর্ণ করেই শেষ করে দেওয়া হবে সিরিয়ালটি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর