বাংলাHunt :বেশ কয়েক বছর তৃণমূলের একুশে জুলাই সভামঞ্চে নচিকেতার গান শোনায় তৃণমূল নেতাকর্মীরা কিন্তু সাম্প্রতিক কাটমানি ইস্যুকে নচিকেতা একটি গান রচনা করেন। সেই গানটি সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করে। গানটির নাম দেন কাটমানি।
সরকারের যে প্রকল্পের টাকা যেসব নেতারা নিয়েছেন সেই নিয়ে গানটি লেখা হয়। এই গানটি কে সাধুবাদ জানাই বিজেপি এবং কিছুটা চাপের মুখে পড়তে হয় তৃণমূলকে। একটা সময় প্রশ্ন ছিল তাহলে কি এবার একুশের মঞ্চে দেখা যাবে না নচিকেতা কে কিন্তু অবশেষে তিনি মঞ্চে উঠলেন এবং একটি গান গাইলেন।
গান গাইতে গাইতে তিনি তার আর এক সঙ্গীকে ডেকে নিয়ে একসাথে গানটি করলেন কিন্তু তার ধন্যবাদ তেমন জানানো হলো না অর্থাৎ তাহলে কি নচিকেতা একুশের মঞ্চ কিছুটা হলেও ব্রাপ্ত ছিল। সেই প্রশ্নই উঠছে। গায়ক নচিকেতা কর্ণপাত করতে নারাজ তিনি তার নিজের ভঙ্গিকে গানটি করলেন এবং একুশে জুলাই যে সমস্ত তৃণমূল কর্মীরা এসেছে তাদের উদ্দেশ্যে ধন্যবাদ জানান।