বাংলাহান্ট ডেস্ক : ক্যালেন্ডার বলছে, ভরা বসন্ত চলছে। এদিকে গ্রীষ্মও কড়া নাড়ছে দরজায়। গরমের চোখরাঙানি নিয়ে এখন থেকেই চিন্তায় মানুষ। উপরন্তু গরমে অনেক জায়গাতেই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় জলকষ্ট। তাই এবার গরম আসার আগেই পানীয় জলের ব্যবহার নিয়ে বড় নির্দেশিকা জারি হল দেশের (India) এক রাজ্যে।
জল সঙ্কট রুখতে বড় ঘোষণা ভারতের (India) এই শহরে
জল সঙ্কট দেশের (India) বিভিন্ন রাজ্য এবং শহরে বড় সমস্যা। এই তালিকায় রয়েছে বেঙ্গালুরুও। ভারতের ‘টেক সিটি’ প্রযুক্তিতে হু হু করে এগোলেও জল সঙ্কট এই শহরের এক মূর্তিমান সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিগত কয়েক বছরে। গরম শুরু হতে না হতেই এই শহরে জলের সমস্যা শুরু হয়ে যায়। বিশেষ করে গত বছরে জল সঙ্কটের জেরে হাহাকার পড়ে গিয়েছিল বেঙ্গালুরুতে।
জারি হল কড়া নির্দেশিকা: অথচ ওই পরিস্থিতিতেও কমেনি জল অপচয়। জলের অপচয় বন্ধ করতে নানান পদক্ষেপ গ্রহণ করেছিল প্রশাসন (India)। কিন্তু লাভ হয়নি কিছুই। তাই এবার গরম পড়ার আগেই কড়া অবস্থান নিল বেঙ্গালুরু ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিউয়েজ বোর্ড (বিডব্লিউএসএসবি)। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পানীয় জল শুধু খাওয়াই যাবে। অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। এই নিয়ম ভাঙলেই মিলবে কড়া শাস্তি।
আরো পড়ুন : পাত্তা পেলনা “বিতর্ক”, অস্থির পরিস্থিতিতেও বিয়ের ধুম ভারত-বাংলাদেশের নাগরিকদের মধ্যে
পানীয় জলের অপচয় বন্ধ: জল বোর্ডের চেয়ারম্যান রামপ্রসাদ মনোহর এ বিষয়ে বলেন, পানীয় জল অপচয় করলে নাগরিকদের (India) বড়সড় শাস্তির মুখে পড়তে হবে। পানীয় জল অনেকেই নানান কাজে ব্যবহার করে থাকে। গাড়ি ধোওয়া থেকে নির্মাণকাজে, রাস্তা ধোওয়ার মতো কাজে ব্যবহৃত হয় পানীয় জল।
আরো পড়ুন : বড়সড় রদবদল, দীর্ঘ দু বছর পর জায়গা খোয়ালো জলসার জনপ্রিয় মেগা! শীর্ষে উঠে এল কে?
তবে এবার থেকে আর এসব কাজে পানীয় জল ব্যবহার করা যাবে না। যদি কেউ নির্দেশ অমান্য করেন তাহলে ৫০০০ টাকা জরিমানা করা হবে। তারপরেও যদি কেউ পানীয় জল অপচয় করেন, তাহলে প্রতিদিন ৫০০ টাকা করে জরিমানা করা হবে বলে জানানো হয়েছে।