এক একজনকে চারটে করে ডিম দেওয়ার পরেও নষ্ট হয়েছে, উনি সাহায্য চাইলে আমরা লোক পাঠিয়ে দিতাম- তোপ দিলীপ ঘোষের

আজকে তৃণমূলের সভা নিয়ে মমতা ব্যানার্জীকে চরম কটাক্ষ করে দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মমতা ব্যানার্জী এবং তৃণমূলকে কটাক্ষ করে বলেন, ‘আজকের মেগা ফ্লপ শো। হতাশভাবে শেষ হল সার্কাস। বহু তৃণমূল নেতা-কর্মী হতাশ হয়েছেন। মুখ্যমন্ত্রীর ভাষণ হতাশায় ভরা।” দিলীপ ঘোষ বলেন, ‘হতাশা ঢাকতে সমস্ত দোষ বিজেপি ও দিলীপ ঘোষের উপরে চাপাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।”

দিলীপ ঘোষ দাবি করে বলেন, একুশে জুলাইয়ের সভায় চলতি বছরে সবথেকে কম লোক হয়েছে। মুখ্যমন্ত্রী হতাশায় ভুগছেন, ওনার দল ভেঙে যাচ্ছে। আর সেই হতাশা ঢাকতে বিজেপি আর দিলীপ ঘোষের উপরে দোষ চাপাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। দিলীপ ঘোষ বলেন, রেকর্ড কম ভিড় হয়েছে এবছরের ২১ জুলাইয়ের সভায়। কষ্ট করে বছরে একটা প্রোগ্রাম করে তৃণমূল। আর এবার সেটাও ব্যার্থ। এক একজনকে চারটে করে ডিম দেওয়ার পরেও নষ্ট হয়েছে। উনি বললে আমরা লোক পাঠিয়ে দিতাম।

1563122185 West Bengal BJP President Dilip Ghosh IANS 2

দিলীপ ঘোষ মমতা ব্যানার্জীকে কটাক্ষ করে বলেন, ‘এক সময় ছিল মমতা ব্যানার্জী বলতেন, ওদের সভায় লোক না হলে আমি কি করব? ওদের বাড়িতে গিয়ে আমি রান্না করে আসব? আর আজ আমি বলছি, আমি তৃণমূল তথা মমতা ব্যানার্জীর সহযোগিতা করব। ওনার সভায় লোক হচ্ছে না, উনি চাইলেই আমরা সাহায্য করব। বিজেপির লোক গিয়ে সভা ভরিয়ে দিত। এখন সিপিএম আর কংগ্রেসের দম নেই, গত ব্রিগেডে সিপিএম আর কংগ্রেস গিয়ে তৃণমূলের মিটিং ভরিয়েছিল।”

দিলীপ ঘোষ বলেন, ‘একমাস ধরে ২১ এ জুলাইয়ের প্রস্তুতি চলছে। এমনকি পুলিশ আর সিভিক ভলান্টিয়ার লোক জোটাতে নেমে পড়েছে রাস্তায়। আমাদের সভায় ডিম ভাত খাওয়াতে হয়নি, এমনকি আমরা ঠিকঠাক জলেরও ব্যাবস্থা করে দিতে পারিনি। লোক আমাদের ভালোবেসে এসেছিল। ভালোবাসাতেই আমাদের সভা ভরে গেছিল।”

সম্পর্কিত খবর