লক্ষ্মীলাভ রাজ্যের! ৭৪০০ কোটি টাকা দিল কেন্দ্র! লাভ হবে আমজনতার?

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) বঞ্চনার অভিযোগ আজকের নয়। অতীতে একাধিকবার এই নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সম্প্রতি কেন্দ্রীয় বাজেট (Union Budget 2025) পেশের পর ফের একবার সুর চড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আবহে রাজ্যকে টাকা দিল কেন্দ্র।

কোন খাতে রাজ্যকে (Government of West Bengal) টাকা দিল কেন্দ্র?

জানা যাচ্ছে, জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ৫২৭০ কোটি টাকা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এরপর ফের চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ২১৩০ কোটি টাকা দেওয়া হয়। এক্ষেত্রে বলে রাখি, খাদ্য ভর্তুকি খাতে রাজ্যকে টাকা দিয়েছে কেন্দ্র। দীর্ঘদিন ধরেই রাজ্যের অভিযোগ ছিল, কেন্দ্র প্রাপ্য টাকা দিচ্ছে না। অবশেষে দুই কিস্তিতে সেই বরাদ্দ দেওয়া হল।

খাদ্য ভর্তুকি খাতে কেন্দ্র (Central Government) কেন রাজ্যকে টাকা দিচ্ছে না, সেই অভিযোগে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই জানা যায়, রাজ্যকে টাকা দেওয়ার খবর। নবান্ন সূত্রে খবর, ২০২৩-২৪ অর্থবর্ষের টাকা কেন্দ্র দিচ্ছে না, অভিযোগ করা হয়। এরপরেই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে দুই কিস্তিতে এই খাতে টাকা দেয় মোদী সরকার।

আরও পড়ুনঃ ‘নজিরবিহীন’! বেলা ১১:২০তেই অন্ধকারে ডুবল কলকাতা হাইকোর্ট! হঠাৎ কী হল?

এদিকে আবার জানা যাচ্ছে, হু হু করে বাড়ছে চালের দাম। এই লাগাতার মূল্যবৃদ্ধির দিকে নজর রয়েছে নবান্নের (Nabanna)। খাদ্য প্রক্রিয়াকরণ দফতর ও খাদ্য দফতরকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। সেই সঙ্গেই এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে আরও বেশি সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Nabanna Government of West Bengal

ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে নানান বাজারে ‘সারপ্রাইজ ভিজিটে’র নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গেই পাইকারি বাজারগুলির ক্ষেত্রেও নজর দিতে বলা হয়েছে। খাদ্য দফতর এবং খাদ্য প্রক্রিয়াকরণ দফতরকে চালের মূল্য নিয়ে নজরদারি রাখার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব। সব মিলিয়ে, চালের লাগাতার মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে রাজ্যের (Government of West Bengal) নেওয়া নানান পদক্ষেপের ফলে আমজনতার সুরাহা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর