সাধারণ মানুষকে ফেলে রাখা হচ্ছে ভগবানের ভরসায়? নয়াদিল্লিতে পদপিষ্ট কাণ্ডে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

বাংলা হান্ট ডেস্কঃ নয়াদিল্লি স্টেশনে (New Delhi Station) পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে মহিলা, শিশু সহ ১৮ জন যাত্রীর। এবার এই জল গড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court) অবধি। ইতিমধ্যেই শীর্ষ আদালতে দায়ের করা হয়েছে একটি জনস্বার্থ মামলা। যাবতীয় প্রযুক্তিগত সুবিধা কি শুধু ভিআইপি এবং মুষ্টিমেয় কিছু মানুষের জন্য? সাধারণ মানুষকে ফেলে রাখা হচ্ছে ভগবানের ভরসায়? এবার তুলে দেওয়া হল এই প্রশ্ন।

নয়াদিল্লি পদপিষ্ট কাণ্ডের জল গড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court) অবধি!

গত শনিবার নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট (Stampede) হয়ে ১৮ জনের মৃত্যু হয়। কুম্ভমেলায় পুণ্যার্থীদের ভিড়ে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। এর জেরেই ঘটে দুর্ঘটনা। ইতিমধ্যেই এই নিয়ে শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতে এই ধরণের দুর্ঘটনা এড়াতে কিছু নির্দেশিকা তৈরি করা উচিত, দাবি মামলাকারী বিশাল তিওয়ারির। তিনি আবেদন জানিয়েছেন, এই নির্দেশিকা তৈরির জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি বানিয়ে দিক সুপ্রিম কোর্ট।

সম্প্রতি মৌনী অমাবস্যার পুণ্যস্নান করতে গিয়ে কুম্ভমেলায় পুণ্যার্থীদের হুড়োহুড়ি থেকে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। তাতে প্রাণ হারিয়েছেন প্রায় ৩০ জন। জানা যাচ্ছে, মামলাকারীর আবেদনে সেই ঘটনারও উল্লেখ রয়েছে (Supreme Court)।

আরও পড়ুনঃ লক্ষ্মীলাভ রাজ্যের! ৭৪০০ কোটি টাকা দিল কেন্দ্র! লাভ হবে আমজনতার?

আইনি খবর পরিবেশনকারী একটি ওয়েবসাইট অনুসারে মামলাকারীর বক্তব্য, ‘আজকের দিনে আমাদের কাছে পর্যাপ্ত বাহিনী, প্রযুক্তি, স্বেচ্ছাসেবক ও কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে। তা সত্ত্বেও যদি এমন ঘটনা ঘটে, তাহলে তা খুবই দুঃখজনক। ভিআইপি এবং গুটিকয়েক কিছু মানুষদের জন্য সব প্রযুক্তি এবং বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে। এদিকে সাধারণ মানুষকে ফেলে রাখা হচ্ছে ঈশ্বরের ভরসায়’।

Supreme Court

এদিকে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার এই ঘটনার পর সতর্ক রেল। স্টেশনে ভিড় নিয়ন্ত্রণ করতে আপাতত বিকেল ৪টে থেকে রাত ১১টা অবধি প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ থাকবে। গত সোমবার থেকে চালু হয়েছে এই নিয়ম, কার্যকর থাকবে এক সপ্তাহ। এছাড়া দেশের নানান প্রান্তে বিভিন্ন স্টেশনে ভিড় নিয়ন্ত্রণ করতে বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ নিতে চলেছে রেল। সূত্র মারফৎ জানা যাচ্ছে, ভিড় সামলানোর জন্য একাধিক পরিকল্পনা করা হয়েছে। তবে সেগুলির বাস্তবায়ন এখনও বাকি। এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাও ব্যবহার করা হতে পারে। এই আবহে জানা গেল, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট কাণ্ডের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) অবধি। ইতিমধ্যেই শীর্ষ আদালতে দায়ের করা হয়েছে একটি জনস্বার্থ মামলা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর