বাংলাহান্ট ডেস্ক : ভারতের বাজারে প্রথম স্মার্ট টিভি OS বা অপারেটিং সিস্টেম লঞ্চ করল জিও (Reliance Jio)। দেশে জিও টেলি ওএস (JioTele OS) চালুর ঘোষণা করা হয়েছে মঙ্গলবার। জিও টেলি ওএস নিয়ে সংস্থা জানিয়েছে, এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে ভারতের বাজারে ক্রমবর্ধমান স্মার্ট টিভির চাহিদা পূরণ করা যাবে। এই পদ্ধতির মাধ্যমে আরও সস্তায় টিভি চ্যানেল ও ওটিটি পরিষেবা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
দুর্দান্ত সিস্টেম নিয়ে হাজির জিও (Reliance Jio)
জিও টেলি ওএস-কে নিয়ে জিও আরও বলেছে, এই অপারেটিং সিস্টেম বদলে দিতে চলেছে বিনোদনের অভিজ্ঞতাকেই। আগামী ২১শে ফেব্রুয়ারি থেকেই বাজারে পাওয়া যাবে জিও টেলি ওএস দ্বারা চালিত স্মার্ট টিভি। নয়া এই ওএস ভারতের (India) বাজারে আসতে চলেছে থমসন, কোডাক, বিপিএল এবং জেভিসির মতো ব্র্যান্ডের সাথে।
আরোও পড়ুন : সাধারণ মানুষকে ফেলে রাখা হচ্ছে ভগবানের ভরসায়? নয়াদিল্লিতে পদপিষ্ট কাণ্ডে সুপ্রিম কোর্টে মামলা দায়ের
জিওর পক্ষ থেকে দাবি করা হয়েছে, জিও টেলি ওএস গ্রাহকদের স্থানীয় কনটেন্ট, টিভি চ্যানেল, কাস্টমাইজেশন, ক্লাউড গেমিং এর অভিজ্ঞতা আরও মসৃণ করে তুলবে। দীর্ঘদিন ধরেই ভারতের বাজারে জিও টেলি ওএস নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। এবার সেই জল্পনা সত্যি করে মুকেশ আম্বানির সংস্থা ভারতের বাজারে নিয়ে আসল ভারতের প্রথম স্মার্ট টিভি অপারেটিং সিস্টেম ‘জিও টেলি ওএস।’
আরোও পড়ুন : মোদী ম্যাজিক! এবার এই দেশের সাথে দ্বিগুণ হতে চলেছে দ্বিপাক্ষিক বাণিজ্য, বাজিমাত ভারতের
সংস্থা জানিয়েছে, এআই পাওয়ারড কনটেন্ট রেকমেন্ডেশন অন্যতম বৈশিষ্ট্য এই ওএসের। পাশাপাশি একটি মাত্র রিমোটের দ্বারাই পরিচালনা করা যাবে সমস্ত কিছু। একইসাথে জিও (Reliance Jio) টেলি ওএস গ্রাহকদের দেবে দুর্দান্ত ক্লাউড গেমিং অভিজ্ঞতাও। পাশাপাশি গ্রাহকদের যথাযথ অভিজ্ঞতা প্রদানের জন্য থাকবে নিয়মিত সফটওয়্যার আপডেট।
View this post on Instagram
অন্যদিকে, জিও সিনেমা এবং ডিজনি প্লাস হটস্টার একত্রে মিশে সম্প্রতি শুরু করেছে জিও হটস্টার। এই প্ল্যাটফর্মে জিও সিনেমা এবং ডিজনি প্লাস হটস্টারের বিভিন্ন ‘কনটেন্ট’ দেখার সুযোগ পাবেন গ্রাহকরা। সব ধরনের গ্রাহকদের কথা ভেবে মোবাইল প্ল্যান, সুপার প্ল্যান এবং প্রিমিয়াম প্ল্যান- এই ৩ ধরনের সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে এসেছে জিও।