লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন? কবে থেকে টাকা পাঠাবে সরকার? ঝটপট জানুন

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। তার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের অ্যাকাউন্টে মাসে মাসে টাকা পাঠায় রাজ্য। সাধারণ শ্রেণির মহিলাদের মাসিক ১০০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলাদের মাসিক ১২০০ টাকা করে দেওয়া হয়। সম্প্রতি আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পে বহু মহিলা এই স্কিমের (Government Scheme) জন্য আবেদন করেছেন। তাঁদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢুকবে, এখন তা বাড়ি বসেই জানা সম্ভব।

কবে থেকে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) টাকা?

একুশের বিধানসভা ভোটের পর এই প্রকল্প চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুরুতে সাধারণ শ্রেণির মহিলাদের ৫০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলাদের ১০০০ টাকা করে দেওয়া হতো। তবে গত বছর সেই অঙ্কটা বাড়ানো হয়েছে। অনেকে আশা করেছিলেন, এবারের রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার হয়তো আরও খানিকটা বাড়বে। তবে তেমন কোনও সুখবর মেলেনি।

বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের সুবিধা পাচ্ছেন রাজ্যের লক্ষাধিক মহিলা। সদ্য আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পে আরও বহু মহিলা আবেদন করেছেন। তাঁদের অনেকেরই প্রশ্ন, কবে থেকে টাকা পাঠাবে সরকার? এখন বাড়ি বসে সহজ কয়েকটি ধাপের মাধ্যমেই সেই তথ্য জানা সম্ভব।

আরও পড়ুনঃ পাল্টে যাচ্ছে নিয়ম! এবার বছরে দু’বার হবে দশম শ্রেণির পরীক্ষা! পড়ুয়াদের জন্য বড় খবর

লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্রের স্ট্যাটাস দেখতে https://socialsecurity.wb.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে। এরপর ‘ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস’ অপশনে ক্লিক করতে হবে। তাহলে ‘অ্যাপ্লিকেশন আইডি’, ‘মোবাইল নম্বর’, ‘আধার কার্ড নম্বর’ এবং ‘স্বাস্থ্যসাথী কার্ড নম্বর’, এই চারটি বিকল্প আসবে। এর মধ্যে যে কোনও একটি বিকল্প বেছে সেটি টাইপ করতে হবে। এরপর নির্দিষ্ট ক্যাপচা কোড লিখে সার্চ করলেই ৯ সংখ্যার অ্যাপ্লিকেশন আইডি দেখা যাবে। সেই সঙ্গেই আবেদনপত্রের বর্তমান স্ট্যাটাসও স্ক্রিনে ফুটে উঠবে।

lakshmir bhandar

এদিকে গত ১২ জানুয়ারি তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) চন্দ্রিমা ভট্টাচার্য। সেদিন লক্ষ্মীর ভাণ্ডারে (Lakshmir Bhandar) বরাদ্দ বৃদ্ধির কোনও ঘোষণা করা হয়নি। কবে এই প্রকল্পের ভাতা বৃদ্ধি সংক্রান্ত কোনও ঘোষণা করা হয় আপাতত সেদিকেই নজর সকলের।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর