বাংলা হান্ট ডেস্কঃ প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে (Primary Recruitment Scam) গ্রেফতার হয়েছিলেন কালীঘাটের কাকু (Kalighater Kaku) ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)। গত ডিসেম্বর মাসে ইডির মামলায় তাঁর শর্তাধীন জামিন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি সিবিআইয়ের মামলাতেও তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় উচ্চ আদালত। সেই সঙ্গেই বেঁধে দেওয়া হয় বেশ কিছু শর্ত।
কোন কোন শর্ত মানতে হবে কালীঘাটের কাকুকে (Kalighater Kaku)?
গত বছর ডিসেম্বরে ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় জেল হেফাজতে ছিলেন কালীঘাটের কাকু। সেই কারণে বিচারভবনে সিবিআই বিশেষ আদালতে ইডির মামলায় চূড়ান্ত জামিনের আবেদন করেননি তিনি। তবে সম্প্রতি কলকাতা হাইকোর্টের তরফ থেকে সিবিআইয়ের মামলায় তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। এবার সিবিআই বিশেষ আদালতের তরফ থেকেও ইডি এবং সিবিআইয়ের মামলায় সুজয়কৃষ্ণের চূড়ান্ত জামিন মঞ্জুর করা হল।
এদিকে হাইকোর্টের (Calcutta High Court) তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, জামিন পেয়ে জেলমুক্তি হলেও বেহালায় নিজের বাড়িতে সিবিআইয়ের নজরদারির মধ্যে থাকতে হবে কালীঘাটের কাকুকে। সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির এই অভিযুক্তের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হবে।
আরও পড়ুনঃ ‘রাজ্য চোখ বন্ধ করে থাকতে পারে না’! এবার কড়া নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট! কোন মামলায়?
কালীঘাটের কাকুর (Kalighater Kaku) আইনজীবী সোমনাথ সান্যাল এই প্রসঙ্গে বলেন, ‘হাইকোর্টের নির্দেশ মেনে সুজয়কৃষ্ণের দু’টি মোবাইল ফোনের নম্বর সিবিআইকে দেওয়া হয়েছে। পাশাপাশি বিশেষ আদালতে তাঁর পাসপোর্ট জমা দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুসারে, শুধু আইনজীবী, ডাক্তার এবং কাছের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন সুজয়কৃষ্ণ। এছাড়া আর কারোর সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না। প্রত্যেক সপ্তাহে একদিন বেহালা থানার ওসির সঙ্গে তাঁকে দেখা করতে হবে। শারীরিক অসুস্থতার ক্ষেত্রে নির্দিষ্ট দু’টি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হতে পারবেন’।
এদিকে আদালত সূত্রে জানা যাচ্ছে, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে, ইডির মামলার ক্ষেত্রে ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড ও ৫ লক্ষ টাকার একজন জামিনদার বিশেষ আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে সিবিআইয়ের মামলার ক্ষেত্রে ১০,০০০ টাকার ব্যক্তিগত বন্ড এবং ১০,০০০ টাকার জামিনদার পেশ করা হয়েছে। এরপরেই বিশেষ আদালতের বিচারক কালীঘাটের কাকুর (Kalighater Kaku) চূড়ান্ত জামিন মঞ্জুর করেন।