বাংলা হান্ট ডেস্ক: শেষমেষ অপেক্ষার অবসান আজ ২২ জুলাই দুপুর ২টা ৪৩ মিনিটে চাঁদের পথে পাড়ি দেবে চন্দ্রযান-২। জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভিয়েকল মার্ক ৩ রকেটে চড়ে চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে চন্দ্রযান। ইসরো এর লঞ্চের কাউন্টডাউন শুরু করে দিয়েছে রবিবার সন্ধ্যা ৬টা ৪৩ মিনিট থেকেই।
উল্লেখ্য, চন্দ্রযান ২ এর উৎক্ষেপণের কথা ছিল ১৫ তারিখ, কিন্তু উৎক্ষেপণের ঠিক ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে হঠাৎই রকেটের একটি ভাল্ব থেকে হিলিয়াম গ্যাস লিক হতে দেখা যায়। তাই বিজ্ঞানীরা ঝুঁকি না নিয়ে উৎক্ষেপণ বাতিল করেন, এর পর তৎক্ষণাৎ শুরু করে দেওয়া হয় যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ। ইসরোর বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা ওভারটাইম কাজ করে ত্রুটি সারিয়ে তোলেন। সমস্ত কাজ শেষ করে ইসরো জানায় চন্দ্রযান ২ এবার উত্ক্ষেপণের জন্য প্রস্তুত।
ভারতের দ্বিতীয় চন্দ্রযানের অভিযানকে সফল করার জন্য মরিয়া হয়ে উঠেছে ইসরো। রকেট লঞ্চের পূর্বে প্রতিটি যান্ত্রিক অংশকে পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা করে নিচ্ছেন তারা। রবিবার রাত ১০টা নাগাদ ইসরো জানায় যে রকেটের UH25 জ্বালানি ভরা সম্পূর্ণ হয়েছে। এরপর সোমবার রাত ২টা ৪০ মিনিটে ইসরো টুইট করে জানায় যে রকেটের লিক্যুইড কোর স্টেজে N204 জ্বালানি ভরা সম্পূর্ণ হয়েছে। চলছে রকেটে তরল অক্সিজেন ভরার কাজ। আর কিছুক্ষণের মধ্যেই চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে চন্দ্রযান ২।