বাংলাহান্ট ডেস্ক : নিজের কষ্টার্জিত টাকা বিমা প্রকল্পে বিনিয়োগ করে নিজের ও পরিবারের ভবিষ্যত সুরক্ষিত করে থাকেন অনেকেই। তবে এবার বিমা গ্রাহকদের জন্য প্রিমিয়াম (Insurance Premium) সংক্রান্ত বড় আপডেট দিল বিমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ (IRDAI)। জীবন ও স্বাস্থ্য বিমার প্রিমিয়াম পরিশোধ আরও মসৃণ করতে IRDAI নয়া পদ্ধতি চালু করে চলেছে আগামী মার্চ মাস থেকেই।
বদল আসছে বিমার প্রিমিয়াম (Insurance Premium) সংক্রান্ত নিয়ম
IRDAI ১৮ ফেব্রুয়ারি একটি সার্কুলার জারি করে জানিয়েছে, নতুন পদ্ধতির মাধ্যমে প্রিমিয়াম পরিশোধের জন্য ব্যাংক অ্যাকাউন্টে আগে থেকেই ব্লক করা যাবে প্রিমিয়ামের টাকা। পলিসি গৃহীত হলে স্বয়ংক্রিয়ভাবে প্রিমিয়ামের টাকা কেটে নেওয়া হবে অ্যাকাউন্ট থেকে। বিমা নিয়ন্ত্রক সংস্থার দাবি, নতুন এই সিস্টেমের ফলে উপকৃত হবেন বহু বিমা উপভোক্তা। প্রিমিয়াম জমা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা সুবিধা হবে তাদের। IRDAI জানিয়েছে, স্বয়ংক্রিয় প্রিমিয়াম ডিডাকশন পদ্ধতি চালু হবে ১ মার্চ থেকেই।
আরোও পড়ুন : ‘পুরোহিত, ইমামরা খুব সাহায্য করেছিলেন’! সব ধর্মের প্রতি কেন ভালোবাসা? ‘ফাঁস’ করলেন মমতা
বিমার প্রিমিয়ামের টাকা স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ করার পদ্ধতি :
• বিমা পলিসি কেনার সময় গ্রাহককে পূরণ করতে হবে বিশেষ একটি আবেদন পত্র। সেই আবেদন পত্রে প্রিমিয়ামের টাকা ব্যাংক অ্যাকাউন্টে হোল্ড করার অপশন বেছে নিতে পারবেন গ্রাহকরা।
• UPI এর মাধ্যমে ফান্ড ব্লক করার জন্য আপনার ব্যাংক সংস্থাকে বিমা কোম্পানি আবেদন পাঠাবে। সেই আবেদনে সাড়া দিলে নির্দিষ্ট পরিমাণ টাকা ব্লক হয়ে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে।
• প্রিমিয়ামের টাকা ব্লক করার জন্য ব্যাংকের তরফ থেকে অনুমতি চাওয়া হবে গ্রাহকের কাছে। গ্রাহক টাকা ব্লকিং এর অনুমতি দিলে ব্যাংক সেই অনুরোধ মঞ্জুর করে নির্দিষ্ট পরিমাণ টাকা ব্লক করে দেবে গ্রাহকের অ্যাকাউন্টে। নির্দিষ্ট দিনে পলিসি গৃহীত হলে সেই টাকা স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে বিমা সংস্থার কাছে।