গুরুতর অভিযোগ! শুনানিতে হাজিরা দিলেন ৮ জন ডাক্তার! স্বাস্থ্য ভবনে যা হল…

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর প্রতিবাদে ফুঁসে উঠেছিলেন চিকিৎসকদের একটি বৃহৎ অংশ। এই আবহে সরকারি ডাক্তারদের (Government Doctors) একাংশের বিরুদ্ধে অভিযোগ ওঠে, চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে সরকারি হাসপাতালে কর্মবিরতির ডাক দিলেও, স্বাস্থ্যসাথী কার্ডে বেসরকারি হাসপাতালে দেদার প্র্যাকটিস করছেন! এরপর আরও অভিযোগ ওঠে, সরকারি ডাক্তারদের একাংশ নিজেদের ‘নন প্র্যাকটিসিং’ হিসেবে দাবি করে একদিকে রাজ্যের থেকে ‘নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স’ নিচ্ছেন। অন্যদিকে বাইরে প্রাইভেট প্র্যাকটিস করছেন। এবার এমন ৮ জন অভিযুক্ত চিকিৎসক স্বাস্থ্য ভবনের (Swasthya Bhaban) শুনানিতে হাজিরা দিলেন।

স্বাস্থ্য ভবনের শুনানিতে (Swasthya Bhaban) হাজিরা দিলেন কোন ৮ জন ডাক্তার?

জানা যাচ্ছে, বৃহস্পতিবার ওই ৮ জন চিকিৎসককে (Doctors) ডেকে পাঠানো হয়। সেই অনুযায়ী এদিন দুপুর ২টোর মধ্যে স্বাস্থ্য ভবনে পৌঁছে যান তাঁরা। এরপর সেখানকার ‘পাবলিক হেলথ কমিউনিকেবল ডিজিজ’ বিভাগের বোর্ড রুমে প্রবেশ করেন।

রিপোর্ট বলছে, এদিন স্বাস্থ্য ভবনের (Swasthya Bhaban) শুনানিতে হাজিরা দেওয়া এই ৮ জন সরকারি চিকিৎসক হলেন- তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের মেডিক্যাল অফিসার, ডাঃ দীপঙ্কর প্রধান, শালবনি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের মেডিক্যাল অফিসার, ডাঃ দিলীপ কুমার বেরা, জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ সামিউল্লাহ লস্কর, হাওড়া জেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ আশুতোষ মাল।

আরও পড়ুনঃ ঝড় থেকে শিলাবৃষ্টি! শনিতে তোলপাড় হতে পারে দক্ষিণবঙ্গ! শিবরাত্রিতে কেমন থাকবে আবহাওয়া?

এছাড়াও এদিন শুনানিতে যোগ দিয়েছিলেন, তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের চিকিৎসক তপনকুমার খাটুয়া এবং চিকিৎসক সৌমিক সাহা। পাঁশকুড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ দেবদ্যুতি মহাপাত্র ও এম আর বাঙুর হাসপাতালের চিকিৎসক সুশোভন মণ্ডলও এদিন শুনানিতে উপস্থিত হয়েছিলেন।

Swasthya Bhaban West Bengal Health Department Government of West Bengal

জানা যাচ্ছে, এদিনের শুনানিতে অভিযুক্ত ডাক্তারদের তাঁদের শেষ পাওয়া মাসিক মাইনের স্লিপ এবং স্বাস্থ্য ভবনের (Swasthya Bhaban) থেকে দেওয়া এনওসি নিয়ে আসতে বলা হয়েছিল। সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, শুনানির সময় অভিযুক্ত কিছু চিকিৎসক তাঁদের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেন। কয়েকদিন আগে এই একই কারণে ৯ জন সরকারি ডাক্তারকে ডেকে পাঠিয়েছিল স্বাস্থ্য ভবন। গতকাল হাজিরা দিলেন আরও ৮ জন চিকিৎসক।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর