বেআইনি নির্মাণের আড়ালে তৃণমূলের পার্টি অফিস! হাইকোর্টের নির্দেশে চলল বুলডোজার

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে ভাঙল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। আসলে ওই বাড়িটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল। তাই আদালতের নির্দেশ মিলতেই ওই বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার চালালো পুরসভা। ওই বাড়ি ভাঙতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

আদালতের (Calcutta High Court) নির্দেশে ভাঙছে বেআইনি নির্মাণ

জানা যাচ্ছে, বর্ধমান শহরের ২ নম্বর ইছলাবাদের একটি পুকুর পাড়ে তৈরী করা হয়েছিল ওই ‘পার্টি অফিস’। অভিযোগ এলাকার তৃণমূল নেতাদের মদতে পুরো বেআইনিভাবে ওই বাড়িটি তৈরী করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। অভিযোগ, ওই বাড়ি তৈরির কোনও অনুমোদন ছিল না। শেষ পর্যন্ত মামলা হাইকোর্টে (Calcutta High Court) উঠতেই, আসে ভাঙার নির্দেশ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শুভায়ু কাশ্যপী জানিয়েছেন, ‘এই বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের সেই নির্দেশ মেনেই সকালে আমরা এখানে আসি। বাড়ি ভাঙার কাজ সকাল থেকেই চলছে।’

আরও পড়ুন: বঞ্চনা নয় পাওনা মেটাল কেন্দ্র! কোন খাতে টাকা পেল রাজ্য?

স্থানীয় নেতারা বাড়ির মধ্যে তৃণমূলের পার্টি অফিস তৈরি করার বিষয়টি মানতে নারাজ। এপ্রসঙ্গে স্থানীয় কাউন্সিলরের স্বামী স্বপন দাসের দাবি, ওটা নাকি পার্টি অফিস নয়। এলাকার ছেলেরা ওই জায়গায় বিশ্বকর্মা পুজো করত। তবে একইসাথে তিনি জানিয়েছেন তৃণমূলের ছেলেরাও সেখানে বসতো। তবে ভোটের সময় যে ওই বাড়ি ব্যবহার করা হয়েছিল সেকথা মেনে নিয়েছেন তিনি।

Sudden loadshedding in Calcutta High Court on Wednesday

স্থানীয় কাউন্সিলর একইসাথে আরও জানিয়েছেন, তাঁরা বেআইনি বাড়ি ভাঙার বিরুদ্ধে নন। তবে তিনি বলেছেন, ‘এই জায়গাটা পুরোটাই পুকুরের। সংস্কারের কথাও আমরাই বলেছিলাম। পৌরসভাকেও জানানো হয়েছিল। আর এখন আমরা বাড়ি ভাঙতেও সাহায্য করছি।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর