চড়চড়িয়ে চড়বে TRP, মহাশিবরাত্রিতে “মহা তাণ্ডব” পর্ব আনছে জলসার টপার মেগা!

বাংলাহান্ট ডেস্ক : জমে উঠেছে টিআরপির খেলা। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় চোখ বোলালেই নজরে পড়ে বিভিন্ন সিরিয়ালের (Serial) ওঠানামা। কোনো সিরিয়াল এক সপ্তাহে এগিয়ে গেলে পরের সপ্তাহেই আবার তাকে টেক্কা দিয়ে এগিয়ে যায় অন্য ধারাবাহিক। বিভিন্ন সিরিয়ালের (Serial) এই রেষারেষি দর্শকরাও বেশ উপভোগ করেন।

একাই চ্যানেলের জনপ্রিয়তা ধরে রেখেছে সিরিয়াল (Serial)

শুধু যে সিরিয়ালগুলির (Serial) মধ্যেই টক্কর চলে, এমনটা কিন্তু নয়। বিভিন্ন চ্যানেলের মধ্যেও সেরা হওয়ার রেষারেষি চলতে থাকে। বিশেষত দুই প্রথম সারির চ্যানেল জি বাংলা এবং স্টার জলসার মধ্যে প্রতি সপ্তাহেই চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ টিআরপি তালিকায় অবশ্য জি বাংলারই রমরমা ছিল। প্রথম পাঁচের মধ্যে চারটি সিরিয়ালই (Serial) ছিল জি বাংলার। পঞ্চম স্থানে একমাত্র জায়গা ধরে রেখেছে স্টার জলসার ‘গীতা LLB’।

This serial promo of shivaratri going viral

দুর্দান্ত টিআরপি তুলছে গীতা: ৬.৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর স্থানে জায়গা পেয়েছে এই সিরিয়ালটি (Serial)। এই মুহূর্তে জলসার চ্যানেল টপার গীতা। প্রথম থেকেই অবশ্য ভালো ফল করেছে সিরিয়ালটি (Serial)। ব্লুজ প্রোডাকশন হাউজের কোর্টরুম ড্রামা শুরু থেকেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। পরপর টুইস্ট, নতুন চরিত্রদের এন্ট্রি আর গল্পে টানটান উত্তেজনা ধরে রাখায় টিআরপি ধরে রাখতে পেরেছেন নির্মাতারা।

আরো পড়ুন : ‘দুগ্গামণি’র দাপটে ওলটপালট স্লট, জল্পনা সত্যি করে কোপ পড়ল জি এর মেগায়!

সামনে এল প্রোমো: অন্যান্য নায়িকাদের তুলনায় গীতা বেশ আলাদাও। কোর্টে তার মুখ চলে, আর কোর্টের বাইরে হাত। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো গীতা অল্পদিনেই মন জয় করে নিয়েছে দর্শকদের। আগামীতে আরো বড় টুইস্ট আসতে চলেছে গল্পে। সদ্য প্রকাশ্যে আসা প্রোমোতেই আভাস মিলেছে, বেশ ধামাকা পর্ব আসতে চলেছে গীতা LLB তে (Serial)।

আরো পড়ুন : TRP তলানিতে, কিন্তু অ্যাওয়ার্ড শোতে বিরাট চমক! ঝুলি ভর্তি পুরস্কার জিতে কথা-গীতাকে টেক্কা দিল এই মেগা

আসন্ন মহাশিবরাত্রি উপলক্ষে বড়সড় ধামাকা হতে চলেছে সিরিয়ালে (Serial)। সম্প্রতি প্রোমোতে দেখা যায়, শিবরাত্রিতে মহাদেবের মাথায় জল ঢালতে গিয়েছে গীতা। তখনই তাকে লক্ষ্য করে গুলি করতে যায় কৃপাণ। গীতা তা টের পেয়েই মহাদেবের ত্রিশূল হাতে তুলে নেয়। ত্রিশূল নিয়েই কৃপাণের দিকে তেড়ে যায় সে। আসন্ন পর্বে যে বড়সড় মোড় আসতে চলেছে গল্পে তা আর বলার অপেক্ষা রাখে না।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর