বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের ইটভাটাগুলি (Brick Field) নিয়ে বিগত বেশ কিছুদিন ধরেই আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবনা চিন্তা করছিল নবান্ন (Government of West Bengal)। এবার সেই প্রেক্ষিতেই বড় সিদ্ধান্ত নেওয়া হল। ইতিমধ্যেই সামনে এসেছে নয়া আপডেট। তা নিয়ে শুরু হয়েছে চর্চা।
রাজ্যের ইটভাটাগুলি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের (Government of West Bengal)!
রাজ্যের সকল অবৈধ ইটভাটা আইনি করার প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্ন (Nabanna) সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। গোটা বাংলা জুড়ে প্রত্যেকটি ইটভাটাকে এবার রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য একটি পোর্টাল আনতে চলেছে রাজ্য।
রিপোর্ট বলছে, রাজ্যের তরফ থেকে যে পোর্টাল আনা হচ্ছে, তার মাধ্যমে সকল ইটভাটাকে নিজেদের ইটভাটার স্থান সহ সকল তথ্য নথিবদ্ধ করতে হবে। এর ওপর ভিত্তি করে রাজ্য ঠিক করবে সংশ্লিষ্ট ইটভাটাকে কত টাকার রয়ালিটি দিতে হবে। রয়ালিটি দেওয়ার পর ওই ইটভাটাকে দরকারি অনুমোদন দেওয়া হবে বলে খবর।
আরও পড়ুনঃ গুরুতর অভিযোগ! শুনানিতে হাজিরা দিলেন ৮ জন ডাক্তার! স্বাস্থ্য ভবনে যা হল…
এক্ষেত্রে জানা যাচ্ছে, শুধুমাত্র রাজ্যের বেআইনি ইটভাটাগুলিকে (Illegal Brick Field) আইনি করাই নয়, এই পোর্টাল আনার আরও একটি উদ্দেশ্য রয়েছে। সেটি হল, রাজ্যের রাজস্ব সংগ্রহ। এছাড়াও ইটভাটাগুলির তরফ থেকে সঠিক তথ্য দেওয়া হচ্ছে কিনা সেটা যাচাই করতে সকল ইটভাটায় বিএলআরও-রা সশরীরে পরিদর্শন করবেন।
রাজ্যের ইটভাটাগুলি নিয়ে বিগত বেশ কিছুদিন ধরেই আইনি পদক্ষেপ নেওয়ার কথা চিন্তাভাবনা করছিল নবান্ন (Government of West Bengal)। এবার বাংলার বেআইনি ইটভাটাগুলিকে আইনি করার পাশাপাশি রাজ্যের রাজস্ব সংগ্রহের উদ্দেশে বড় সিদ্ধান্ত নেওয়া হল। জানা যাচ্ছে, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের সকল অবৈধ ইটভাটা আইনি করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। শীঘ্রই ইটভাটাগুলির রেজিস্ট্রেশনের জন্য পোর্টাল আনতে চলেছে রাজ্য।