আলুর ফলনে নতুন রেকর্ড! ছোট চাষিদের স্বার্থ সুরক্ষিত করতে অভিনব উদ্যোগ রাজ্যের

বাংলা হান্ট ডেস্কঃ এবছর রাজ্যে (West Bengal) আলুর ফলন রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে। আলুর ফলন ভালো হওয়ায় রাজ্যের ছোট ও প্রান্তিক চাষীদের জন্যও এবার অভিনব উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। জানা যাচ্ছে, আলুর যোগান বেশি থাকার ফলে রাজ্যের ছোট চাষিদের যাতে হিমঘরে আলু সংরক্ষণ করতে কোনো অসুবিধা না হয় তার জন্য কৃষি বিপণন দপ্তরের তরফে রাজ্যের হিমঘর গুলিতে ছোট চাষীদের জন্য ৩০ শতাংশ জায়গা সংরক্ষিত করতে চাইছে রাজ্য।

আলুর ফলন বেশি হতেই এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (West Bengal)

সংশ্লিষ্ট দপ্তরের তরফে এই বিষয়ে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে আগামী ২০ মার্চ পর্যন্ত ছোট চাষীদের জন্য হিমঘরে ৩০ শতাংশ জায়গা সংরক্ষিত রাখা হবে। কৃষি বিপণন দফতর সূত্রে খবর, শুরুতে আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য কিছুটা দেরিতেই আলুর চাষ শুরু হয়েছিল। কিন্তু তারপরেও আলুর ভালোই ফলন হয়েছে রাজ্যে (West Bengal)। মনে করা হচ্ছে, এবার রাজ্যে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টন আলু উৎপাদন হতে পারে।

অনুকূল আবহাওয়া এবং চাষের জমি বেড়ে যাওয়ার কারণে পরবর্তীকালে অভাবনীয়ভাবে ফলন বৃদ্ধি পেয়েছে। তবে ফলন বেশি হলেও ভাবাচ্ছে কৃষকদের ভালো দাম পাওয়ার বিষয়টিও। মূলত সেকথা ভেবেই এবার আগাম সর্তকতা নিচ্ছে রাজ্য (West Bengal)। প্রসঙ্গত রাজ্য সরকারের  দেওয়া তথ্য বলছে, গত বছর রাজ্যে মোট ৪ লক্ষ ৬০ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল। যা এবার একধাক্কায় বেড়ে হয়েছে ৫ লক্ষ ১০ হাজার হেক্টর। তাই আশংকা করা হচ্ছে হিমঘরে আলু সংরক্ষণের জন্য জায়গার অভাব হতে পারে। যার জন্য বাড়তি হিমঘরও প্রয়োজন।

আরও পড়ুন: খুনের মামলায় গ্রেপ্তার TMC কাউন্সিলর! শোরগোল রাজ্যে

ছোট চাষিদের স্বার্থের কথা ভেবে ইতিমধ্যেই হিমঘর মালিকদের সঙ্গে বৈঠক করেছে রাজ্য সরকার। ছোট চাষিদের কথাও যাতে ভাবা হয় তার জন্য ওই বৈঠকে হিমঘর মালিকদের অনুরোধ করেছে রাজ্য। জানা যাচ্ছে এই বৈঠক থেকেই ছোট চাষিদের জন্য ৩০ শতাংশ জায়গা সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Nabanna

কি জানাল হিমঘর অ্যাসোসিয়েশন? 

হিমঘর মালিকদের সংগঠন তথা পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি পতিতপাবন দে এপ্রসঙ্গে জানিয়েছেন, রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিয়ে তাঁদের কোনও আপত্তি নেই। তবে তাঁদের আপত্তি আছে ২০ মার্চের পর ছোট চাষিদের জন্য সংরক্ষণের নিয়ম উঠে যাওয়ার বিষয়ে। এছাড়া এদিনের বৈঠকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হিমঘরের ভাড়া বৃদ্ধির দাবি তোলা হয়েছে। সংগঠনের দাবি, অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে হিমঘরের ভাড়া অনেক কম, তাই রাজ্যের হিমঘরগুলি আর্থিক ভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর