মোদীর “আত্মনির্ভর ভারত” গড়ল ইতিহাস! প্রথমবারের মতো আমেরিকা কিনতে চলেছে এই দেশীয় অস্ত্র

বাংলাহান্ট ডেস্ক : করোনা কালের সময় থেকেই ‘আত্মনির্ভর ভারত’ (India) এর হয়ে সুর চড়াতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এমনকি ভারতীয় সেনাবাহিনীর শক্তি বৃদ্ধির ক্ষেত্রেও ভারতীয় অস্ত্রের উপরে জোর দিতে দেখা গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রককে। এবার এই উদ্যোগেরই প্রতিফলন দেখা গেল ভারতীয় (India) সেনায়। বড়সড় সাফল্য পেল ভারত। এবার ভারতের কাছ থেকে অত্যাধুনিক প্রযুক্তির কামান কিনতে চলেছে আমেরিকা। ভারত ফোর্জ লিমিটেডের সহায়ক সংস্থা কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেমস লিমিটেডের (KSSL) সঙ্গে একটি চুক্তিপত্রে সাক্ষর করেছে মার্কিন সংস্থা এএম জেনারেল মোটর্স।

মার্কিন সংস্থার সঙ্গে চুক্তি করল ভারতীয় (India) সংস্থা

এই চুক্তি অনুযায়ী, ভারতে (India) তৈরি উন্নত মানের কামান আমেরিকায় সরবরাহ করা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এই প্রথম কোনো ভারতীয় (India) সংস্থার থেকে অস্ত্র আমদানি করতে চলেছে আমেরিকা। সম্প্রতি আবুধাবিতে আয়োজিত IDEX 2025 প্রতিরক্ষা প্রদর্শনীতে এই চুক্তি সাক্ষরিত হয়েছে। উল্লেখ্য, এই এএম জেনারেল সমগ্র বিশ্বের অন্যতম নামী সামরিক যান প্রস্তুতকারক সংস্থা। সেই সংস্থার সঙ্গে সামরিক চুক্তি ভারতের (India) ক্রমবর্ধমান শক্তির এক উৎকৃষ্ট উদাহরণ।

America will now buy weapon from India

কী অস্ত্র কিনবে আমেরিকা: জানা গিয়েছে, এই চুক্তির আওতায় ভারতে (India) তৈরি ১০৫ মিমি এবং ১৫৫ মিমি ক্যালিবারের মাউন্ট, টোবড এবং আলট্রা লাইট গান সিস্টেম সরবরাহ করা হবে মার্কিন সংস্থাকে। KSSL এর সাধারণত দেশীয় অস্ত্র প্রণালী, প্রতিকূল রাস্তায় গতিশীলতার সমাধান, উচ্চ প্রযুক্তির সামরিক পণ্যগুলির ডিজাইন এবং বিকাশে বিশেষজ্ঞতা রয়েছে। বিশেষজ্ঞ মহল মনে করছে, এই চুক্তির ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিরক্ষা খাতে KSSL একটি খ্যাতনামা সংস্থা হিসেবে উঠে আসবে।

আরো পড়ুন : বাংলাদেশে নেই শান্তি! হাসিনার পর এবার বড় বিপদে পড়শি দেশের রাষ্ট্রপতি

কী বিশেষত্ব এই অস্ত্রের: উল্লেখ্য, ফোর্জের কামানগুলি সম্পূর্ণ ইলেকট্রিক ড্রাইভ সিস্টেমের মাধ্যমে চলে। এর ফলে কামানগুলি আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। শুধু তাই নয়, কামানগুলিকে এমন ভাবেই তৈরি করা হয়েছে যাতে রক্ষণাবেক্ষণ খরচ খুব কম হয়। বিশেষজ্ঞরা বলছেন, ভারত (India) এবং আমেরিকার মধ্যে প্রতিরক্ষা সহায়তা বাড়ানোর জন্য বড় প্রয়াস হতে পারে। প্রতিরক্ষা খাতে ভারতের ক্রমবর্ধমান উন্নতি এবং বিশ্ববাজারে উন্নত অস্ত্রের সরবরাহকারী হিসেবে উত্থানকেও নির্দেশ করবে।

আরো পড়ুন : জি এর কাছে হেরে ভূত, নতুন মেগার জন্য এই সিরিয়াল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জলসার!

এএম জেনারেল এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বলেন, এই চুক্তি দুই সংস্থার মধ্যে দীর্ঘমেয়াদী সহযোগিতার গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে। দুই সংস্থার মধ্যে এই চুক্তি মার্কিন প্রতিরক্ষা ক্ষেত্রকে আরো শক্তিশালী করবে বলে মনে করেন তিনি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর