একী কাণ্ড! আচমকাই পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব বাড়াচ্ছে রাশিয়া, ভারতকে কী বার্তা দিচ্ছেন পুতিন?

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী মাস থেকে সরাসরি ট্রেন পরিষেবা চালু করতে চলেছে পাকিস্তান ও রাশিয়া (Pakistan-Russia)। পাকিস্তান রেলওয়ে ফ্রেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুফিয়ান সরফরাজ ডোগার এই বিষয়টি জানিয়েছেন। তিনি জানান যে, রাশিয়ায় আন্তর্জাতিক পণ্যবাহী ট্রেন পরিষেবা এই বছরের ১৫ মার্চের মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

পাকিস্তান-রাশিয়ার (Pakistan-Russia) বন্ধুত্ব:

তিনি আরও জানান যে, পণ্যবাহী ট্রেন পরিষেবা চালু করার উদ্দেশ্য ইরান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান এবং রাশিয়ার সাথে আঞ্চলিক বাণিজ্যের প্রচার করা। এদিকে, সুফিয়ান সরফরাজ ডোগার এই নতুন পরিষেবার জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়, বিশেষ করে অল পাকিস্তান টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (Aptma) সদস্যদের কাছ থেকে কন্টেইনারাইজড কার্গো চেয়েছেন৷ তিনি পাকিস্তান, রাশিয়া (Pakistan-Russia) এবং ইরান, তুর্কমেনিস্তান এবং কাজাখস্তান সহ ট্রানজিট দেশগুলির মধ্যে বাণিজ্য বৃদ্ধির উল্লেখযোগ্য সম্ভাবনার ওপর জোর দিয়েছেন।

Pakistan-Russia friendship update.

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার সময়ে সুফিয়ান সরফরাজ ডোগর বলেন, কাসিম ইন্টারন্যাশনাল কন্টেইনার টার্মিনাল ও পাকিস্তান ইন্টারন্যাশনাল কন্টেইনার টার্মিনাল থেকে মালবাহী ট্রেন চলাচল করবে। ওই ট্রেনে ২২ টন এবং ৪৪ টনের কন্টেইনার যোগ করা হবে। এদিকে, এই বিষয়টির পরিপ্রেক্ষিতে পাকিস্তান জানিয়েছে যে, “এই রেল সংযোগ আঞ্চলিক বাণিজ্য পরিকাঠামোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।” এদিকে, পাকিস্তানের তাফতান স্টেশন আন্তর্জাতিক করিডোর বরাবর পণ্য স্থানান্তরের প্রধান প্রবেশস্থল হিসেবে কাজ করবে। পাকিস্তানি আধিকারিকরা নিশ্চিত করেছেন যে, তাফতান এন্ট্রি পয়েন্টে কাস্টমস আধিকারিকদের মোতায়েন সংক্রান্ত সমস্যা প্রায় সমাধান করা হয়েছে।

আরও পড়ুন: ভারতে Tesla আসার তোড়জোড় শুরু হতেই Tata-র মাস্টারস্ট্রোক! জলের দরে মিলছে একের পর এক EV

রাশিয়া থেকে পাকিস্তানে চলবে পণ্যবাহী ট্রেন: পাকিস্তান বলেছে, পণ্যবাহী ট্রেন পরিষেবা চালু করার পর রাশিয়া এখন সরাসরি পাকিস্তানে তেল, প্রাকৃতিক গ্যাস, ইস্পাত ও শিল্পজাত পণ্য রফতানি করতে পারবে। বিনিময়ে পাকিস্তান রাশিয়ায় (Pakistan-Russia) চাল, গম ও তুলা সহ বস্ত্র, খাদ্য ও কৃষিজাত পণ্য রফতানি করবে। এছাড়াও, ব্যবসা করার জন্য ইরান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান এবং রাশিয়ার বাজারে আরও ভালো প্রবেশাধিকার পাবে পাকিস্তান। এই প্রসঙ্গে পাকিস্তানি আধিকারিকরা বলেছেন যে পাকিস্তান এবং রাশিয়া ২০২৪ সালে ২৭ তম সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সময়ে রেলের খাতে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক তথা মৌ স্বাক্ষর করেছে। এই চুক্তিটি এই বহু প্রতীক্ষিত প্রকল্পের ভিত্তি স্থাপন করে। যেখানে দক্ষিণ এশিয়াকে মধ্য এশিয়া এবং রাশিয়ার সাথে সংযুক্ত করার জন্য একটি রেল করিডোর নির্মাণের পরিকল্পনা করা হয়। এর ফলে এই রুট দিয়ে ব্যবসায়িক কাজ আরও সহজ হবে এবং পরিবহণের খরচও কমবে।

আরও পড়ুন: মার্চ থেকেই পড়বে প্রভাব? ভারতকে ঝটকা দিতে এবার চিনের সাথে হাত মেলাল বাংলাদেশ

এই প্রসঙ্গে Aptma-র চেয়ারম্যান কামরান আরশাদ পাকিস্তানের টেক্সটাইল শিল্পকে এই রেল নেটওয়ার্কের সুবিধা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে, পাকিস্তানের লক্ষ্য আগামী ৫ বছরে টেক্সটাইল শিল্প থেকে রফতানি ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা। এছাড়া রাশিয়ার সাথে বাণিজ্য বাড়াতে আরও অনেক প্রকল্প আনার আহ্বান জানিয়েছে পাকিস্তান। যেখানে ইরানের সঙ্গে বাণিজ্য চুক্তি করা এবং দুই দেশের মধ্যে ব্যাঙ্কিং পরিষেবা জোরদার করার কথাও বলা হয়েছে। তিনি বলেছেন যে পাকিস্তান ও রাশিয়ার (Pakistan-Russia) মধ্যে পণ্যবাহী ট্রেন পরিষেবা চালু হলে পাকিস্তানের রফতানির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর