বাংলাহান্ট ডেস্ক : এবার ভারতের মাটিতে খুলতে চলেছে গুগলের (Google) নিজস্ব স্টোর। আমেরিকার বাইরে এই প্রথম কোনও দেশে নিজেদের স্টোর খোলার কথা জানাল মার্কিন টেক জায়ান্ট সংস্থাটি। সূত্রের খবর, ভারতের ক্রমবর্ধমান বাজারকে মাথায় রেখে গুগল স্টোর খুলতে চাইছে এদেশে।
ভারতের মাটিতে নয়া চমক গুগলের (Google)
ইতিমধ্যেই আমেরিকায় বেশ কয়েকটি স্টোর রয়েছে গুগলের (Google)। হার্ডওয়ার সামগ্রী থেকে ইলেকট্রিক পণ্য, এই স্টোরগুলিতে গুগল বিক্রি করে একাধিক প্রয়োজনীয় সামগ্রী। আমেরিকায় সাফল্যের মুখ দেখার পর এবার গুগলের টার্গেট ভারতের বাজার। গুগলের প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যাপেলের ইতিমধ্যেই বিশ্বজুড়ে রয়েছে পাঁচশোর বেশি এই ধরনের স্টোর। ২০২৩ সালে দিল্লি ও মুম্বাইতেও স্টোর খোলে স্টিভ জবসের সংস্থা।
আরও পড়ুন : দীর্ঘ ৯ মাসের বিরতির অবসান! রেলের এই রুটে পণ্য পরিবহণ শুরু ভারত-বাংলাদেশের
এবার অ্যাপেলের দেখানো পথেই ভারতের (India) বাজারে স্টোর খুলতে উদ্যত হয়েছে গুগল (Google)। জানা যাচ্ছে, প্রাথমিকভাবে গুগল স্টোর খোলার জন্য বেছে নিয়েছে দিল্লি ও মুম্বাইকে। এছাড়াও আগামীদিনে গুগলের স্টোর খুলতে পারে গুরুগ্রামেও। ভারতের ইলেকট্রনিকস বাজারে নিজেদের রাজত্ব কায়েম করতে অদূর ভবিষ্যতে ভারতের একাধিক শহরে দেখা মিলতে পারে গুগল স্টোরের।
আরও পড়ুন : ভারতীয় রেলের নয়া নজির! বন্দে ভারত নিয়ে এসে গেল বড় আপডেট, বেজায় খুশি যাত্রীরা
যদিও গুগল স্টোর (Google Store) নিয়ে ইতিমধ্যেই দ্বিধাবিভক্ত দেশের মানুষজন। কারোর কারোর ধারণা, ভারতে গুগলের স্টোর সাফল্যের মুখ দেখলে আখেরে লাভ হবে ভারত সরকারের। আবার অনেকের মতে, গুগলের স্টোরের ফলে মার খাবেন স্থানীয় ব্যবসায়ীরা। গুগলের মতো টেক জায়ান্টের সাথে আগামী দিনে লড়াই আরও কঠিন হয়ে উঠবে দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির।
সংশ্লিষ্ট মহলের মত, মূলত ভারতের বাজারে অ্যাপেলকে টেক্কা দিতেই স্টোর খোলার পরিকল্পনা করেছে গুগল। ভারতের বাজারে স্মার্টফোন ও ইলেকট্রনিক পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে দিনদিন। সেই কথা মাথায় রেখেই আমেরিকার বাইরে এই প্রথম কোনও দেশে নিজস্ব স্টোর খোলার চাল চেলেছে মার্কিন এই সংস্থা।