সহজ হবেনা জেতা! পাকিস্তানের বিরুদ্ধে এই ভুলগুলি করলেই বাজেভাবে ফাঁসবে টিম ইন্ডিয়া

বাংলা হান্ট ডেস্ক: আগামী ২৩ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির সব থেকে বহু প্রতীক্ষিত ম্যাচ সম্পন্ন হতে চলেছে। যেখানে মুখোমুখি হবে ভারত (India) এবং পাকিস্তান (Pakistan)। একদিকে, প্রথম ম্যাচ জিতে এই ম্যাচের জন্য মাঠে নামবে টিম ইন্ডিয়া। অন্যদিকে প্রথম ম্যাচেই শোচনীয় পরাজয়ের পর জয় ছিনিয়ে নিতে চাইবে পাকিস্তানও। তবে, সামগ্রিকভাবে পাকিস্তান দলের ফর্ম খুব একটা ভালো না থাকায় এই ম্যাচটি নিঃসন্দেহে তাদের জন্য অত্যন্ত কঠিন হিসেবে বিবেচিত হবে। যদিও, এই ম্যাচ ইন্ডিয়ার জন্যও খুব একটা সহজ হবে না।

পাকিস্তানের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে টিম ইন্ডিয়াকে (India):

জানিয়ে রাখি, গত ২০ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার দুবাইতে টিম ইন্ডিয়া (India) তাদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের সফর শুরু করেছে। টিম ইন্ডিয়া প্রথমে বোলিং করে বাংলাদেশকে ২২৮ রানে সীমাবদ্ধ করে এবং তারপর ৪ উইকেট হারিয়ে এই লক্ষ্য অর্জন করে। এমন পরিস্থিতিতে এই জয়টি খুব সহজ বলে মনে হলেও বিষয়টি কিন্তু সেরকম নয়। বরং, টিম ইন্ডিয়ার বিভিন্ন ভুল ওই ম্যাচে পরিলক্ষিত হয়েছে। সেই ভুলগুলি পাকিস্তান ম্যাচে পুনরাবৃত্তি করলে বিপদে পড়তে পারে ভারত।

বাজে ফিল্ডিং: প্রথমত, বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (India) ফিল্ডিং খুব একটা ভালো ছিলনা। ভারতীয় দলে এমনিতেই দুর্দান্ত ফিল্ডাররা রয়েছেন। কিন্তু, প্রথম ম্যাচে ফিল্ডিংয়ের ক্ষেত্রে নজর কাড়তে পারেনি রোহিত বাহিনী। এমনকি, দলের অধিনায়ক রোহিত শর্মা নিজেও একটি সহজ ক্যাচ মিস করেছিলেন। যার ফলে অক্ষর প্যাটেলের হ্যাটট্রিক হাতছাড়া হয়ে যায়।

India cannot make these mistakes against Pakistan.

এদিকে, রোহিতের পরে, হার্দিক পাণ্ডিয়াও তৌহিদ হৃদয়ের একটি সহজ ক্যাচ ফেলেছিলেন। তারপরে তৌহিদ হৃদয় দুর্দান্ত সেঞ্চুরি করেছন। এছাড়াও, ভারতীয় দলের (India) উইকেটরক্ষক কেএল রাহুলও খুব সাধারণ স্টাম্পিং করে দলের সমস্যা বাড়িয়ে দেন। এই ভুলগুলি পাকিস্তানের বিরুদ্ধে অত্যন্ত ব্যয়বহুল প্রমাণিত হতে পারে।

আরও পড়ুন: একী কাণ্ড! আচমকাই পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব বাড়াচ্ছে রাশিয়া, ভারতকে কী বার্তা দিচ্ছেন পুতিন?

মাঝের ওভারগুলিতে বোলারদের পারফরম্যান্স: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ইন্ডিয়ার (India) ফাস্ট বোলাররা দুর্দান্ত পারফর্ম করেছেন। মহম্মদ শামি প্রথম ওভারেও ১ টি উইকেট নেন। অন্যদিকে হর্ষিত রানাও পরের ওভারে সাফল্য পান। মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়েছিল টিম ইন্ডিয়া। তা সত্বেও বাংলাদেশ ২২৮ রান করে। কারণ জাকির ও তৌহিদের ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের দুর্দান্ত জুটি ছিল। এর পরেও বোলাররা কিছু সুযোগ তৈরি করেন। কিন্তু, সেগুলিকে কাজে লাগাতে পারেননি ফিল্ডাররা। তবুও, মাঝের ওভারে উইকেট না নেওয়াটা পরের দুই ম্যাচে টিম ইন্ডিয়ার জন্য খুব মারাত্মক প্রমাণিত হতে পারে।

আরও পড়ুন: ভারতে Tesla আসার তোড়জোড় শুরু হতেই Tata-র মাস্টারস্ট্রোক! জলের দরে মিলছে একের পর এক EV

আগে ব্যাট করতে হলে….: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলকে এই টার্গেট তাড়া করতে অসুবিধায় পড়তে হয়েছিল। তবুও তারা অবশ্যই সাফল্য পেয়েছে। টিম ইন্ডিয়া অধিকাংশ ক্ষেত্রেই টার্গেট তাড়া করতে গিয়ে জয় নথিভুক্ত করতে সফল হয়। তবে দুবাইয়ে শিশির না থাকায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিং কঠিন প্রমাণিত হচ্ছে। তাই, সেদিকে খেয়াল রাখতে হবে। যদিও, টিম ইন্ডিয়ার (India) জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে আগে ব্যাট করা। এর কারণ হচ্ছে পিচে শুরু থেকেই ধীরগতির এবং স্পিনারদের সহায়তা মিলছে। টিম ইন্ডিয়া, প্রথমে বোলিং করার সময়ে নবম ওভারে স্পিনার অক্ষর প্যাটেলকে কাজে লাগায়। যিনি টানা ২ উইকেট নেন। এটা থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে, প্রথম ইনিংসে এই পিচ ব্যাটিংয়ের জন্য খুব একটা সহায়ক নয়। আর এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে রোহিত বাহিনীকে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর