বাংলাহান্ট ডেস্ক : ফোর্বসের রিপোর্ট বলে, ভারতের সবচেয়ে ধনী শিল্পপতি হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। ৯১.১ বিলিয়ন ডলার সম্পদের অধিকারী হলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তাঁর সাম্রাজ্যের অধিকারী তাঁরই তিন সন্তান আকাশ আম্বানি, ইশা আম্বানি এবং অনন্ত আম্বানি। ভাই বোনের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে (Reliance Industries Ltd) শেয়ার রয়েছে ৮০,৫২,০২১টি। তবে এই তিনজনের মধ্যে কে সবচেয়ে বেশি ধনী বা কে কত বেতন পান জানেন?
মুকেশ আম্বানির (Mukesh Ambani) তিন সন্তানের মধ্যে টক্কর
আকাশ আম্বানি : মুকেশ আম্বানির সন্তান আকাশ। তিনজনের মধ্যে বড় আকাশ আম্বানি বর্তমানে রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান। রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেডের বোর্ডের একজন ডিরেক্টর হিসেবেও কাজ করেন তিনি। মিডিয়া রিপোর্ট বলছে, ৫.৬ কোটি টাকা বেতন পান আকাশ আম্বানি। তাঁর মোট সম্পদের পরিমাণ ৪০.১ বিলিয়ন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় এই পরিমাণ প্রায় ৩,৩২,৮১৫ কোটি টাকা।
আরোও পড়ুন : কাশ্মীরের পর এবার প্রয়াগরাজ! বাংলা সিরিয়ালে প্রথম বার “মহাকুম্ভ”, নয়া রেকর্ড গড়ছে জি বাংলা
ইশা আম্বানি : রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে অবস্থান করছেন মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির দ্বিতীয় সন্তান ইশা আম্বানি। রিলায়েন্স রিটেইল, রিলায়েন্স জিও এবং রিলায়েন্স ফাউন্ডেশনের এক্সিকিউটিভ লিডারশিপ টিমের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও রয়েছেন। এসব ছাড়াও তিরা বিউটির এক্সিকিউটিভ ডিরেক্টর এবং সহ-প্রতিষ্ঠাতা হলেন ইশা আম্বানি। তাঁর উপরেই রয়েছে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব। বছরে ৪.২ কোটি টাকা বেতন পেয়ে থাকেন তিনি। তাঁর মোট সম্পদের পরিমাণ ৮০০ কোটি টাকা।
অনন্ত আম্বানি : মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির ছোট ছেলে হলেন অনন্ত আম্বানি। রিলায়েন্স জিও-তে জ্বালানি ও টেলিযোগাযোগ ক্ষেত্রে তত্ত্বাবধায়কের দায়িত্বে রয়েছেন অনন্ত। জিও প্ল্যাটফর্ম লিমিটেড এবং রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেডের বোর্ডের পরিচালক ওদের রয়েছেন তিনি। বছরে অনন্ত বেতন পান ৪.২ কোটি টাকা। আনুমানিক ৪০ বিলিয়ন ডলার সম্পত্তির অধিকারী অনন্ত। ভারতীয় মুদ্রায় এই পরিমাণ প্রায় প্রায় ৩,৩২,৪৮২ কোটি টাকা।
আরোও পড়ুন : ফের উঠবে TRP-র ঝড়, “বেঙ্গল টপার” হতে এবারের শ্বশুরের প্রেমিকার এন্ট্রি জি এর সিরিয়াল!
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তিনজন উত্তরাধিকারীর মধ্যে সবচেয়ে বেশি সম্পত্তি নিয়ে এগিয়ে আছেন আকাশ আম্বানি। ছোট ভাই অনন্তের চেয়ে কিছুটা বেশি সম্পদশালী তিনি। তৃতীয় স্থানে রয়েছে ইশা আম্বানি।