প্রিয় বর-বউ থেকে সেরা জুটি, “পরিবার অ্যাওয়ার্ড”এ ২২ টি পুরস্কার পেয়ে “রেকর্ড” জলসার টপার মেগার!

বাংলাহান্ট ডেস্ক : সদ্য অনুষ্ঠিত হয়েছে স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ডস। প্রতি বছরের মতোই এবারের অ্যাওয়ার্ড শো নিয়েও দর্শকদের আগ্রহ ছিল অনেকদিনের। প্রিয় সিরিয়াল (Serial), নায়ক নায়িকাদের মধ্যে কারা কোন পুরস্কার পাবেন তা নিয়ে অব্যাহত ছিল আলোচনা। টিআরপি তালিকায় যে সিরিয়ালগুলির দাপট বেশি, তারা অ্যাওয়ার্ড শোতে কেমন ছাপ রাখতে পারবে সেটাই দেখার জন্য অপেক্ষায় ছিলেন দর্শকরা।

কারা (Serial) কতগুলি পুরস্কার পেল

সাপ্তাহিক টিআরপি তালিকায় জি বাংলার সঙ্গে কাঁটায় কাঁটায় টক্কর দিতে দেখা যায় স্টার জলসার সিরিয়ালগুলিকে (Serial)। বেশ কিছু ধারাবাহিক ভালো নম্বর তুললেও মূলত ‘কথা’ এবং ‘গীতা LLB’ এগিয়ে থাকে তালিকায়। তাই স্বাভাবিক ভাবেই অ্যাওয়ার্ড শোতে দুই ধারাবাহিক কতগুলি পুরস্কার পায় সে দিকেই নজর ছিল দর্শকদের।

This serial got a total of 22 awards

জমে গেল অ্যাওয়ার্ড শো: ইতিমধ্যেই সামনে এসেছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডসের সম্ভাব্য বিজয়ী তালিকা। বিভিন্ন সিরিয়ালের (Serial) জনপ্রিয় নায়ক নায়িকাদের হাতে উঠেছে পুরস্কার। তবে বড়সড় চমক দিয়েছে ‘কথা’। টিআরপি তালিকায় বরাবরই ভালো ফল করে সিরিয়ালটি। তাই পরিবার অ্যাওয়ার্ডসেও এই ধারাবাহিক নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল চরমে। আর তা পূরণ করতে পারল কথা। একগুচ্ছ পুরস্কার জিতে চমকে দিয়েছে কথা টিম।

 আরো পড়ুন : কাশ্মীরের পর এবার প্রয়াগরাজ! বাংলা সিরিয়ালে প্রথম বার “মহাকুম্ভ”, নয়া রেকর্ড গড়ছে জি বাংলা

উচ্ছ্বসিত নায়ক নায়িকা: মোট ২২ টি অ্যাওয়ার্ড পেয়েছে কথা টিম। এর মধ্যে এভি ওরফে অভিনেতা সাহেব ভট্টাচার্য একাই নাকি পেয়েছেন ৬ টি পুরস্কার। জানা গিয়েছে, প্রিয় বর-বউ এভি-কথা, প্রিয় জুটির পাশাপাশি প্রিয় পরিবারও হয়েছে কথা পরিবার (Serial)। সুস্মিতা দে এবং সাহেব দুজনেই সমস্ত পুরস্কারের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

আরো পড়ুন: ফের উঠবে TRP-র ঝড়, “বেঙ্গল টপার” হতে এবারের শ্বশুরের প্রেমিকার এন্ট্রি জি এর সিরিয়াল!

যদিও এ নিয়ে কটাক্ষ শানিয়েছেন নেটিজেনদের একাংশ। অনেকের মতে, অহেতুক ক্যাটেগরি বাড়িয়ে শো টাকে খারাপ করা হয়েছে। এতগুলি পুরস্কার দেওয়ার কোনো মানে নেই বলেও মন্তব্য করেছেন কয়েকজন।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর