উচ্চ-মাধ্যমিকে ফিরছে ক্যালকুলেটর? বড় সিদ্ধান্ত নিল শিক্ষা সংসদ

বাংলা হান্ট ডেস্কঃ সামনের মাসেই উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা। এই মুহূর্তে পরীক্ষার্থীদের প্রস্তুতি একেবারে তুঙ্গে। হাতে আর ১৫ দিনও সময় নেই। আগামী ৩ মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। ইতিমধ্যেই উচ্চমাধ্যমিকে চালু হয়েছে সেমিস্টার সিস্টেম। সেখানে আমূল পাল্টে গিয়েছে পরীক্ষার ধরণ থেকে সিলেবাস। এই বিষয়ে কয়েক মাস আগে শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল উচ্চ-মাধ্যমিক পরীক্ষার সেমিস্টার ব্যবস্থায় কোন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। তবে এবার এই নির্দেশিকায় পরিবর্তন আনল খোদ শিক্ষা সংসদ।

উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার আগে বড় সিদ্ধান্ত নিল শিক্ষা সংসদ

পরীক্ষা শুরুর আগে এবার জানানো হলো নতুন নিয়ম। শিক্ষা সংসদের তরফে আগেই জানানো হয়েছিল একাদশ এবং দ্বাদশে মোট চারটি সেমিস্টারে পরীক্ষা হবে। নির্বাচিত বিষয়গুলির মধ্যে যে বিষয়ের প্র্যাক্টিক্যাল পরীক্ষা থাকবে সেখানে জটিল অংকের দ্রুত সমাধান করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছিল। এরফলে চিন্তায় পড়ে গিয়েছিলেন পড়ুয়ারা। তবে এবার তাদের কথা ভেবেই এই নিয়মে পরিবর্তন আনল খোদ উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) শিক্ষা সংসদ।

উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ‘২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ক্যালকুলেটর ব্যবহারে করার ক্ষেত্রে আমরা ছাড়পত্র দিলাম। তবে পড়ুয়ারা শুধুমাত্র সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কোন বৈজ্ঞানিক ক্যালকুলেটর নয়।’

আরও পড়ুন: আলুর ফলনে নতুন রেকর্ড! ছোট চাষিদের স্বার্থ সুরক্ষিত করতে অভিনব উদ্যোগ রাজ্যের

সংসদের এই সিদ্ধান্তের পর শিক্ষক মহলের একাংশের দাবি শুধুমাত্র প্র্যাক্টিক্যাল পরীক্ষা কেন? থিওরি পরীক্ষাতে অনেক জটিল অঙ্ক থাকে। তাহলে নানান অসুবিধার সম্মুখীন হবে। সেই বিষয়েও শিক্ষা সংসদের নজর দেওয়া উচিত ছিল। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল এপ্রসঙ্গে বলেছেন বলেন, ‘কাউন্সিল আংশিকভাবে তাঁদের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। তবে আমরা মনে করি শুধু প্র্যাক্টিক্যাল নয়, বেশ কিছু বিষয়ের থিয়োরির পরীক্ষার ক্ষেত্রেও ক্যালকুলেটরের প্রয়োজন আছে। সেক্ষেত্রেও ব্যবহারের অনুমতি দেওয়া হোক।’

Higher Secondary

শিক্ষক মহলের একাংশের দাবি যে পদ্ধতিতে নতুন সেমিস্টার সিস্টেম চালু করা হয়েছে তাতে থিওরি পরীক্ষায় ক্যালকুলেটর বিশেষ প্রয়োজন হবে না। তাই পড়ুয়াদের কথা ভেবেই প্র্যাক্টিক্যালে ক্যালকুলেটর ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর