বাংলা হান্ট ডেস্কঃ মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকের (Higher Secondary Exam) পালা। আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে চলতি বছরের পরীক্ষা। বর্তমানে প্রায় সকল পরীক্ষার্থী শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। এই আবহে নয়া বিজ্ঞপ্তি জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।
নয়া বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে (WBCHSE)?
হাতেগোনা কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam)। তবে এখনও বহু বিদ্যালয় পরীক্ষার্থীদের প্র্যাক্টিক্যাল এবং প্রোজেক্টের নম্বর আপলোড করেনি। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সেই কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হল। এই সময়সীমার মধ্যে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টালে চলতি বছরের পরীক্ষার্থীদের প্র্যাক্টিক্যাল এবং প্রোজেক্টের নম্বর আপলোড করতে হবে। নাহলে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিকে জরিমানার মুখে পড়তে হবে বলে জানানো হয়েছে।
গতকাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এমনটাই বলা হয়েছে। এই বিষয়ে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘এর আগে দু’বার এই পোর্টাল খোলা হয়েছে। তারপরেও দেখা যাচ্ছে, এখনও কিছু বিদ্যালয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের প্র্যাক্টিক্যাল এবং প্রোজেক্টের নম্বর আপলোড করেনি। তাই আবার ২০ ফেব্রুয়ারি থেকে পোর্টাল খোলা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে সেখানে নম্বর আপলোড না করা হলে পরীক্ষার্থী পিছু ১০০০ টাকা জরিমানা দিতে হবে’।
আরও পড়ুনঃ ৬ তৃণমূল নেতাকে জামিন দিয়ে দিল কলকাতা হাইকোর্ট! কোন মামলায়? জোর শোরগোল
সেই সঙ্গেই সংসদ জানিয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে কৃত্রিম মেধা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সায়েন্স এই দু’টি বিষয়কে একটি পত্র হিসেবে পড়ানো হবে। নাম দেওয়া হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স। যে সকল বিদ্যালয় এই বিষয়টি পড়াতে ইচ্ছুক, সেখানে কম্পিউটার সায়েন্সের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক থাকা বাধ্যতামূলক। তবে যে বিদ্যালয়গুলিতে ইতিমধ্যেই এই দু’টি বিষয় পড়ানো হচ্ছে, তাদের আর নতুন করে এই পত্রটি পড়ানোর জন্য আলাদা করে আবেদন করতে হবে না।
এছাড়া উচ্চমাধ্যমিক স্তরে এবার আরও দু’টি বিষয় যোগ হয়েছে। ফিশারিজ ও এনভায়রনমেন্টাল সায়েন্স পড়তে পারবেন ছাত্রছাত্রীরা। শিক্ষা সংসদের (WBCHSE) সচিব প্রিয়দর্শিনী মল্লিক একথা জানিয়েছেন। এই দু’টি বিষয়েই ৩০ নম্বর প্র্যাক্টিক্যাল রয়েছে। শিক্ষা সংসদের সচিব এই প্রসঙ্গে বলেন, ‘ফিশারিজ বিষয়টি হাতেকলমে শেখার জন্য জলাশয় দরকার। গ্রামেগঞ্জে অনেক জলাশয় রয়েছে। সেখানকার ছাত্রছাত্রীরা এই বিষয়টি পড়লে তাঁরা হাতেকলমে অনেককিছু শিখতে পারবেন’।