ঘুচবে বাংলার বেকারত্ব? শালবনিতে সৌরভের ইস্পাত কারখানায় হবে বিপুল কর্মসংস্থান! সময় জানালেন মহারাজ

বাংলা হান্ট ডেস্কঃ শালবনিতে স্টিল প্ল্যান্ট তৈরী করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। একথা এতদিনে কমবেশি সকলেই জেনে গিয়েছেন। কিন্তু সকলের মনে এখন ঘোরাফেরা করছে একটাই প্রশ্ন। তা হল, ওই স্টিল প্ল্যান্টের উৎপাদন কবে শুরু হবে কবে থেকে? এবার এই প্রশ্নের জবাব দিলেন খোদ মহারাজ। দিনক্ষণ জানিয়ে স্পষ্ট করলেন ঠিক কতদিনের মধ্যে শালবনিতে ওই স্টিল প্ল্যান্টের উৎপাদন শুরু হবে। একইসাথে তিনি জানালেন এই ইস্পাত কারখানা থেকে বহু মানুষের কর্মসংস্থান-ও হবে।

শালবনির কারখানায় উৎপাদন শুরুর সময় জানালেন সৌরভ (Sourav Ganguly)

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সৌরভ (Sourav Ganguly)। সেখানেই তাঁর কাছে জানতে চাওয়া হয় পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ইস্পাত কারখানা তৈরির বিষয়ে। জবাবে সৌরভ বলেন, ‘প্রত্যেকে ভাবেন, ২ মাসে স্টিল প্ল্যান্টে কাজ শুরু হবে। কিন্তু সেটা তো সম্ভব নয়। অনেকরকম ইস্যু থাকে। কারখানা তৈরি করতে সময় তো লাগে। আশা করছি, আগামী ১৮ থেকে ২০ মাসের মধ্যে  আমরা ওই ইস্পাত কারখানায় উৎপাদন শুরু করতে পারব।’

প্রসঙ্গত ইতিমধ্যেই ২টি ইস্পাত কারখানায় কাজ শুরু হয়েছে। সেকথা জানিয়ে এদিন সৌরভ (Sourav Ganguly) বললেন, ‘২০০৭ সাল থেকে আমাদের দুটি ইস্পাত কারখানা রয়েছে। একটি আসানসোলে। অন্যটি পটনাতে। এটা আমাদের তৃতীয় এবং সবচেয়ে বড় প্ল্যান্ট। কিন্তু, কারখানা নির্মাণ করার জন্য অনেকরকম ছাড়পত্র প্রয়োজন হয়। সেগুলো সময়সাপেক্ষ। সেগুলো হয়ে গেলেই আগামী ১৮ থেকে ২০ মাসের জন্য উৎপাদন শুরু হয়ে যাবে।’

আরও পড়ুন: বদল হবে উচ্চ-মাধ্যমিকের প্রথম সিমেস্টারের সময়? বৃষ্টি নিয়ে চিন্তায় শিক্ষা সংসদ

বাংলার বেকার যুবক-যুবতীদের জন্য কাজের নতুন উৎস হতে পারে শালবনির এই নতুন কারখানা। বিগত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে না আছে চাকরি না আছে শিল্প! তাই কাজের খোঁজে বেশিরভাগ শিক্ষিত ছেলেমেয়েরাই ভিন রাজ্যে চাকরি করতে চলে যাচ্ছেন। তবে এবার সৌরভের এই নতুন কারখানা থেই রাজ্যের শিল্প এবং চাকরি নিয়ে নতুন সম্ভাবনা তৈরী হচ্ছে। এদিন এই ইস্পাত কারখানা থেকে কর্মসংস্থান হওয়ার প্রসঙ্গে সৌরভ বললেন, ‘আমাদের দুটি কারখানায় ১০ হাজারের বেশি কর্মসংস্থান হয়েছে। এখানেও আশা করি অনেক কর্মসংস্থান হবে।’

Sourav Ganguly

প্রসঙ্গত বৃহস্পতিবার বর্ধমান যাওয়ার পথে গুরুতর অ্যাকসিডেন্টের মুখে পড়েছিল সৌরভের গাড়ি। সেই দুর্ঘটনা প্রসঙ্গে সৌরভ জানিয়েছেন, ‘বড় কিছু হয়নি। আমরা সবাই ঠিক আছি। আমাদের আগে পুলিশের পাইলট কার  ছিল। পিছনে কনভয় ছিল। হঠাৎ একটা লরি আমাদের কাছে এসে চেপে দেওয়ায়, আমার চালক নিয়ন্ত্রণ আনতে ব্রেক কষে দিয়েছিল। এরপরেই কনভয়ের গাড়িগুলো পরপর ধাক্কা মারে।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর