সদ্য পেয়েছেন জামিন! নিয়োগ দুর্নীতিতে ফের শিরোনামে কালীঘাটের কাকু, যোগ এই BJP নেতার সাথে?

বাংলা হান্ট ডেস্কঃ প্রাথমিক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় দীর্ঘদিন ধরেই সরগরম রাজ্য-রাজনীতি। এই নিয়োগ মামলায় বিশেষ আদালতে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেছে সিবিআই। সেখানেই নাম উঠে এসেছে এক বিজেপি নেতার। তিনি হলেন অরুণ হাজরা। CBI চার্জশিটে উল্লেখ করেছে, এই অরুণ হাজরা নাকি অযোগ্য চাকরিপ্রার্থীদের নামের তালিকা তুলে দিতেন সুজয়কৃষ্ণ ভদ্রের হাতে। শুধু তাই নয়, কেন্দ্রীয় এজেন্সির দাবি সুজয় আর অরুণ মিলে নাকি মোট আটাত্তর কোটি টাকা তুলেছিলেন।

 নিয়োগ মামলায় (Recruitment Scam) নাম জড়াল এই BJP নেতার

সিবিআই চার্জশিটে উল্লেখ করা হয়েছে, আরও এক চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে শুধু প্রাথমিক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নয়, এছাড়াও এসএসসি,রেল সহ আরও একাধিক বিভাগে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলতেন অরুণ। এইভাবেই প্রায় ৭৮ কোটি টাকা তুলেছিলেন তিনি। আর এই বিপুল অর্থ তিনি ‘কালীঘাটের কাকু-কে’ দিয়েছিলেন বলেই দাবি করা হচ্ছে।

উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার সাপ্লিমেন্টারি চার্জশিটে ইতিমধ্যেই নাম জড়িয়েছে সুজয়কৃষ্ণ ভদ্র, এবং তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। তবে এই প্রথমবার নাম উঠে এল অরুণ হাজরার।

আরও পড়ুন: আবাস যোজনা নিয়ে রাজ্যের নয়া আপডেট

কে এই অরুণ হাজরা?

প্রসঙ্গত অরুণ হলেন উত্তর কলকাতার বিজেপি নেতা। তবে রাজনৈতিক জীবনে একাধিকবার দলবদল করেছেন তিনি। এক সময় তিনি ছিলেন কংগ্রেসে। পরে তিনি তৃণমূলে যোগদান করেন। তারপর আবার দল বদলে কয়েকদিন পর তিনি তাপস রায়ের সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছিলেন। আর এবার তাঁর নামও জড়াল নিয়োগ দুর্নীতিতে। তারপরেই বেড়েছে রাজনৈতিক চাপানউতোর।

CBI fails to take Kalighater Kaku Sujay Krishna Bhadra voice sample again

প্রসঙ্গত সিবিআই চার্জশিটে দাবি করা হয়েছে, অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা সরাসরি সুজয়কৃষ্ণকে দিতেন অরুণ। জানলে অবাক হবেন বর্তমানে  সেই তালিকা থেকে প্রায় ৫০ জন অযোগ্য চাকরিপ্রার্থী রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে চাকরি করছেন। এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রত্যেক  চাকরি প্রার্থীর থেকে অরুণ ৫-৮ লক্ষ টাকা নিয়েছিলেন বলে খবর।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর