হাতে মাত্র একমাস! রাজ্য নয়, এবার কেন্দ্রের জবাব তলব করল হাইকোর্ট, কোন মামলায়?

বাংলা হান্ট ডেস্কঃ প্রকৃতির অপরূপ রূপে সাজানো গ্রেটার নিকোবার দ্বীপ। এই দ্বীপেই অবস্থিত গ্যালেথিয়া জাতীয় উদ্যান এবং ক্যাম্পবেল বে জাতীয় উদ্যান। এই সমস্ত এলাকার পরিবেশের কথা মাথায় রেখে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছিল। কিন্তু সম্প্রতি এই গ্রেটার নিকোবর দ্বীপকে কেন্দ্র করে বন্দর,বিমানবন্দর,নগরী ইত্যাদি তৈরীর পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। এই কাজের জন্য ওই এলাকায় পরিবেশগত একাধিক বিধিনিষেধ শিথিল করা হয়েছে। কমিয়ে দেওয়া হয়েছে সংবেদনশীল এলাকার পরিমাপ-ও। কেন্দ্রের ওই  নির্দেশিকার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের করা হয়েছিল জনস্বার্থ মামলা।

কেন্দ্রের জবাব তলব করল হাইকোর্ট (Calcutta High Court)

বৃহস্পতিবার ওই মামলাতেই পরিবেশ সংবেদনশীল অঞ্চলে নগরায়ণ এবং তার জন্য সংবেদনশীল অঞ্চলের নির্দেশিকা বদল নিয়ে কেন্দ্রের জবাব তলব  করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এই মামলা চলাকালীন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির টি এস  শিবগণনম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় (দাস)-এর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী চার সপ্তাহের মধ্যে এই বিষয়ে কেন্দ্রকে তাদের বক্তব্য হলফনামা আকারে জমা দিতে হবে।

মামলাকারীর আইনজীবী পূষণ মজুমদারের অভিযোগ কেন্দ্রের এই নির্দেশিকার ফলে গ্রেটার নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় স্থানীয় জীবমণ্ডল,বিরল প্রজাতির উদ্ভিদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্রসঙ্গত বিগত পাঁচ বছর ধরেই এই গ্রেটার নিকোবর দ্বীপকে কেন্দ্র করে বন্দর,বিমানবন্দর, নগরী ইত্যাদি তৈরির পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। এই সমস্ত এলাকায় জনজাতি আবাস থাকায় এবং পরিবেশ, বন্যপ্রাণগত দিক থেকে সুরক্ষিত হওয়ায় একাধিক মন্ত্রকের ছাড়পত্রের প্রয়োজন ছিল।

আরও  পড়ুন: নতুন রেকর্ড গড়ল বাংলা! একধাক্কায় বাড়ল GST বাবদ আয়, কত টাকা জানেন?

জানা যাচ্ছে, নীতি আয়োগ স্বীকৃত এই প্রকল্পে বিভিন্ন মন্ত্রক সহজেই ছাড়পত্র দিয়েছে। সূত্রের খবর গ্রেটার-নিকোবর উন্নয়ন পরিকল্পনার অন্যতম অংশ হিসাবে একটি সামরিক ও বাণিজ্য কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পের মধ্যে থাকবে একটি আন্তর্জাতিক কন্টেনার টার্মিনাল নির্মাণ, সামরিক ও অসামরিক উদ্দেশ্যে দ্বৈত ব্যবহারের জন্য একটি বিমানবন্দর।

Calcutta High Court

এছাড়াও থাকবে একটি গ্যাস ডিজেল এবং সৌর বিদ্যুৎ কেন্দ্র। ১,০০০ বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে থাকবে একটি গ্রিনফিল্ড টাউনশিপ। কিন্তু আন্দামানের মত পরিবেশ সংবেদন শীল অঞ্চলে এই সমস্ত প্রকল্পের কুপ্রভাব নিয়ে একাধিকবার সরব হয়েছেন পরিবেশবিদরা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর