বয়স ২০-র গণ্ডি পেরোতেই বাগদান সারছেন ‘মুন্নি’, এত কম বয়সেই বিয়ের সিদ্ধান্ত কেন? মুখ খুললেন অনন্যা

বাংলাহান্ট ডেস্ক : দিন পোহালেই বাগদানের অনুষ্ঠান হতে চলেছে অনন্যা গুহ (Ananya Guha) এবং সুকান্ত কুণ্ডুর। টেলিপাড়ার অতি জনপ্রিয় জুটি তাঁরা। সম্পর্কটা যেমন আড়ালে রাখেননি তাঁরা, তেমন বাগদানের সিদ্ধান্তটাও সকলের সামনেই জানিয়েছিলেন দুজনে। আপাতত শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। সুন্দর করে পরিকল্পনা করে বিশেষ দিনটিকে আরো স্পেশ্যাল করে তুলতে চলেছেন অনন্যা (Ananya Guha) সুকান্ত।

এনগেজমেন্ট করতে চলেছেন অনন্যা (Ananya Guha) সুকান্ত

অনন্যা বলেন, তাঁদের উপরেই রয়েছে সমস্ত কিছুর দায়িত্ব। খুঁটিনাটি সবকিছু সামলাতে হচ্ছে তাঁদের দুজনকেই। অনন্যা (Ananya Guha) অভিযোগ করে বলেন, বন্ধুবান্ধবরা নিজেদের সাজগোজ নিয়েই ব্যস্ত। সাহায্যের কথা বললেই উলটো দিকে পালাচ্ছে। এত ব্যস্ততার মধ্যে পার্লারে যাওয়ারও নাকি সময় নেই তাঁর কাছে।

Ananya guha opened up about early marriage decision

কেমন সাজার প্ল্যান: বিশেষ দিনে কেমন সাজবেন অনন্যা (Ananya Guha)? অভিনেত্রী জানান, এদিন সকালে আশীর্বাদের অনুষ্ঠান রয়েছে। তাই ওই সময় শাড়ি, সোনার গয়না পরবেন। আর সন্ধ্যায় এনগেজমেন্টের অনুষ্ঠানে একটু ভিন্ন সাজের জন্য গাউন পরবেন অনন্যা (Ananya Guha)। রবিবার পর্যন্ত সিরিয়ালের শুটিং রয়েছে তাঁর। শুটিংয়ের চাপ সামলেই সমস্ত কিছুর আয়োজন করছেন তিনি।

আরো পড়ুন : ‘নোংরা চরিত্রটা সবার সামনে…’, পরিবার অ্যাওয়ার্ডে সাফল্যের পরেই হুমকি ‘কথা’ সুস্মিতার প্রাক্তনের!

কীভাবে হল প্রেম: অনন্যা (Ananya Guha) সুকান্তর প্রেমের সূত্রপাত অভিনেত্রীর দিদির হাত ধরে। তিনিই তাঁদের প্রথম আলাপ করানোর উদ্যোগ নেন। প্রথম সুকান্তকে একদম পছন্দ না হলেও কীভাবে যে তাঁরা ধীরে ধীরে পরস্পরের কাছে এসেছেন, তা ভাবলে আজও নাকি অবাক লাগে অনন্যার (Ananya Guha)।

আরো পড়ুন : হয়ে গেল শেষ শুটিং, টপার মেগা থেকে সরলেন নায়ক! জোড়া সিরিয়াল বন্ধের ধাক্কা জি বাংলায়

অনেকেই মন্তব্য করছেন, বয়সের তুলনায় অনেক বেশিই তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন অনন্যা। তবে অভিনেত্রীর কথায়, আগেকার দিনে সকলে কম বয়সেই বিয়ে করতেন। তাছাড়া সুকান্তকে জীবনসঙ্গী করবেন বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। যদিও অনন্যা বলেন, সামাজিক বিয়ের আগে অনেক পরিকল্পনা করতে হয়। সেটার জন্য একটু সময় নিয়ে করবেন। তবে এনগেজমেন্ট হয়ে যাওয়ার পর এক বছর পরেই সামাজিক বিয়েও সেরে নেওয়ার ইচ্ছা রয়েছে তাঁর।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর