বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে ICC চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Tournament) দিকে নজর রয়েছে বিশ্বের ক্রিকেট অনুরাগীদের। যেখানে রবিবার মুখোমুখি হয়েছে চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। দুবাইতে শুরু হওয়া এই ম্যাচ যে অত্যন্ত রোমাঞ্চকর হতে চলেছে তা আর বলার অপেক্ষায় রাখে না। তবে, এই ম্যাচের ঠিক আগেই ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে বিরাট প্রতিক্রিয়া দিয়েছেন। শুধু তাই নয়, তিনি বড়সড় ভবিষ্যদ্বাণীও করেছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিই হতে চলেছে রোহিত শর্মার শেষ ICC টুর্নামেন্ট (ICC Tournament)?
আসলে প্রাক্তন ক্রিকেটার এবং বিখ্যাত ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর রোহিত শর্মার কেরিয়ারের প্রসঙ্গে নিজের মনোভাব ব্যক্ত করেছেন। তাঁর মতে, ICC চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Tournament) ২০২৫ রোহিত শর্মার জন্য শেষ ICC ইভেন্ট হতে পারে।
Leading from the front!
Rohit Sharma’s recent ICC tournament form is a statement! #Cricket #India #ICC #RohitSharma pic.twitter.com/ryN0KMOGTX
— Sportskeeda (@Sportskeeda) February 23, 2025
এদিকে, সঞ্জয় মঞ্জরেকর অবশ্য রোহিত শর্মার ব্যাটিং শৈলীর প্রশংসা করেছেন। তবে, ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের জন্য ২০২৭ সালের ODI বিশ্বকাপকে কঠিন বলে মনে করেছেন তিনি।
আরও পড়ুন: মহিলাদের হাতে সঁপে দেবেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট! নারী দিবসের প্রাক্কালে বড় ঘোষণা মোদীর
রোহিত শর্মাকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী সঞ্জয় মঞ্জরেকরের: ইএসপিএন ক্রিকইনফোতে সঞ্জয় মাঞ্জরেকর জানান, “আমি মনে করি যদি সিদ্ধান্ত নেওয়া হয় রোহিত শর্মা কি ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য সেখানে থাকতে পারে? আমি মনে করি এটা ঘটার সুযোগ অত্যন্ত কম। সেক্ষেত্রে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Tournament) তাঁর শেষ টুর্নামেন্ট হতে পারে। আমি আশা করি রোহিত শর্মা সেখানে যাবেন এবং তাঁর সত্যিই চিন্তিত হওয়া উচিত। তাঁকে এই বিষয়টা নিয়েও ভাবতে হবে যে তাঁকে গুণমানের সাথে ব্যাট করতে হবে।”
আরও পড়ুন: জল্পনার অবসান ঘটিয়ে বিচ্ছেদ ঘটল চাহাল-ধনশ্রীর! খোরপোষ হিসেবে দিতে হবে ৬০ কোটি টাকা?
রোহিত শর্মা ২০২৩ সালের বিশ্বকাপে নিঃস্বার্থভাবে ব্যাটিং করেছেন: সঞ্জয় মঞ্জরেকার সেই সঙ্গে অধিনায়ক রোহিত শর্মার ভূয়সী প্রশংসা করেছেন। মঞ্জরেকর বলেন, “২০২৩ সালের বিশ্বকাপে রোহিত শর্মার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়েছিল। রোহিত শর্মা সম্পর্কে আমি যা পছন্দ করি তা হল তিনি অধিনায়ক হিসেবে নিঃস্বার্থ হয়ে মাঠে নেমেছিলেন। রোহিত সেঞ্চুরি করতে পারতেন, কিন্তু পরিবর্তে তিনি দলকে দুর্দান্ত সূচনা দিয়েছেন এবং তাঁর পরে আসা খেলোয়াড়দের জন্য বিষয়গুলি সহজ করে দিয়েছেন।”