বাংলাহান্ট ডেস্ক : সিরিয়াল (Serial) যেমন দর্শকদের বিনোদন জোগায়, তেমনি আবার কিছু কিছু ধারাবাহিকে এমনি দৃশ্য দেখানো হয় যাতে ট্রোলের ঝড় ওঠে নেটপাড়ায়। অতীতে বহু ধারাবাহিক (Serial) নিয়েই কটাক্ষ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয়েছে বিভিন্ন দৃশ্য। কিন্তু সমালোচনার সঙ্গে সঙ্গে উঠেছে টিআরপিও। এবার ফের তীব্র ছিছিক্কারের মুখে পড়ল জি বাংলার এক জনপ্রিয় মেগা সিরিয়াল (Serial)।
টিআরপি নিতে নতুন চমক সিরিয়ালে (Serial)
টিআরপি পেতে কে না চায়। যত দর্শক ততই টিআরপি। আর দর্শকদের মন টানতে যে গল্পে বড়সড় টুইস্ট আনা খুবই দরকার তা জানেন সকলেই। বিভিন্ন চ্যানেলের সব ধারাবাহিকই (Serial) তাই নানান চমক নিয়ে আসছে মাঝে মধ্যেই। তার মধ্যে থেকেই গল্পের কোনো নতুন মোড় নজর কেড়ে নেয় দর্শকদের। টিআরপিও চড়চড়িয়ে বাড়ে ধারাবাহিকের (Serial)।
প্রোমো নিয়ে শুরু বিতর্ক: তবে মাঝে মাঝে দর্শক টানতে গিয়ে সিরিয়ালগুলি (Serial) এমন ঘটনা ঘটিয়ে বসে যার জেরে শুরু হয় বিতর্ক। এবার জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিকের প্রোমো নিয়েই শুরু হয়েছে হাসাহাসি, কটাক্ষ। কথা হচ্ছে ‘ফুলকি’ সিরিয়াল (Serial) নিয়ে। এই ধারাবাহিকের নয়া প্রোমোই এই সময় রয়েছে চর্চার কেন্দ্রের। এমনিতে টিআরপি তালিকার প্রথম পাঁচেই থাকে ফুলকি। কিন্তু এবার এবার সিরিয়ালটি (Serial) যে প্রোমো নিয়ে এসেছে তাতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দর্শকদের মধ্যে।
আরো পড়ুন : বাপ কা বেটা! এবার ৩০,০০০ কোটি বিনিয়োগের ঘোষণা আদানি-পুত্রের, পাল্টে যাবে এই রাজ্যের ভোল
কী ঘটল প্রোমোতে: শিবরাত্রি মহাসপ্তাহের প্রোমো সামনে এসেছে ফুলকির। সেখানে দেখা যায়, লাবু রোহিতের মাকে এসে বলছে, তাঁর যে এক মেয়ে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, তার খোঁজ মিলেছে। সেই নাকি ফুলকি (Serial)। শুনেই সোফায় বসে পড়েন রোহিতের মা, বলে ওঠেন, ‘এ তুই কি শোনালি! রোহিত ফুলকি ভাই বোন!’ এদিকে আড়াল থেকে সেকথা শুনতে পায় রোহিত ফুলকি। তারপরেই মহাদেবের কাছে ছুটে যায় ফুলকি। শিবের সামনে সে বলে, ‘যাকে ভালোবেসে স্বামীর চোখে দেখেছি, তাকে দাদার চোখে দেখতে পারব না। এই চোখ আমি অন্ধ করে দেব’। তবে তার আগে বাধা পায় ফুলকি। তখন সে প্রতিজ্ঞা করে, যে তার আর স্যারের সম্পর্ক শেষ করে দিতে চাইছে তাকে মহাদেবের ত্রিশূল দিয়েই শেষ করবে সে।
আরো পড়ুন : অবশেষে অপেক্ষার অবসান! চিন-রাশিয়াকে টক্কর দিয়ে “হাইপারসনিক যুগ”-এ মেগা এন্ট্রি ভারতের
এই প্রোমো (Serial) দেখেই হইচই পড়ে গিয়েছে সর্বত্র। একজন লিখেছেন, ‘কি খেয়ে স্ক্রিপ্ট বানায় ভাই, সেগুলা আবার আমারই সামনে আসে’। আরেকজন লিখেছেন, ‘একটা লিমিট আছে সবকিছুর’। আরেকজন ধিক্কার দিয়ে মন্তব্য করেছেন, ‘কি নোংরামি ছি’। ইতিমধ্যেই ৩০ লক্ষ পেরিয়ে গিয়েছে ভিউ। তবে এই ভাইরাল প্রোমোর বিতর্ক আদৌ সিরিয়ালের পক্ষে লাভজনক হবে কিনা সেটাই দেখার অপেক্ষা।