শৌচালয়ের নাম করে সীমান্তে বাঙ্কার বানাচ্ছে পাকিস্তান! ভারতের হাতে ধরা পড়তেই….

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রাজস্থানের বারমেরে পাকিস্তানের (India-Pakistan) সাথে আন্তর্জাতিক সীমান্তে একটি ভবন নতুন করে বিতর্কের বিষয় হয়ে উঠেছে। সীমান্তের ১৫০ গজের মধ্যে করা এই নির্মাণটি দেখতে অনেকটা বাঙ্কারের মতো হলেও সেটিকে একটি “টয়লেট” বলে দাবি করা হচ্ছে। গত সোমবার এই বেআইনি নির্মাণকাজ ধরে ফেলে BSF। এমতাবস্থায় জানা গিয়েছে যে, বারমের জেলায় গাদরা নামে একটি স্থান রয়েছে। যেখান থেকে আন্তর্জাতিক সীমান্ত চলে যায়। গত সোমবার, সেনারা সীমান্তের ১৫০ গজের মধ্যে ওই অবৈধ নির্মাণ দেখতে পায়।

পাকিস্তানের কাজে রেগে লাল ভারত (India-Pakistan):

এরপরই জুনিয়র অফিসারদের একটি ফ্ল্যাগ মিটিং সম্পন্ন হয়। যেখানে ওই নির্মাণটি যে ১৫০ গজের মধ্যে ছিল এই বিষয়টি পাকিস্তান (India-Pakistan) অস্বীকার করে। এদিকে, পাকিস্তান আরও দাবি করেছিল যে তারা সৈন্যদের জন্য একটি অস্থায়ী টয়লেট তৈরি করছে এবং এটি কোনও বাঙ্কার বা পর্যবেক্ষণ পোস্ট নয়। যদিও, এই বিষয়টি আদৌ কতটা সত্যি এই নিয়ে প্রশ্ন উঠছে।

১৫০ গজের সীমা “নো ম্যানস ল্যান্ড” হিসেবে বিবেচিত হয়: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সীমান্তের ১৫০ গজের মধ্যে থাকা সীমাকে “নো ম্যানস ল্যান্ড” হিসেবে বিবেচনা করা হয়। ওই এলাকায় কোনও বিল্ডিং বা নির্মাণ কাজ করা যায় না। যদিও, সেখানে রাতে বাঙ্কার নির্মাণ করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে। এমনকি, গত সোমবার BSF জওয়ানরা সেটি দেখেছেন। যেটি সীমান্ত থেকে মাত্র ১০০ গজ দূরে নির্মিত হচ্ছে।

India-Pakistan New update.

সীমান্ত নিরাপত্তা বাহিনী প্রতিবাদ জানায়: এই বিষয়টির সাথে জ্ঞাত ব্যক্তিরা বলেছেন যে, সীমান্ত নিরাপত্তা বাহিনী এই বিষয়ে পাকিস্তানের (India-Pakistan) কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই আপত্তির পর আপাতত সেখানে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এর পাশাপাশি এটাও জানা গিয়েছে যে, ভারত অবিলম্বে ভবনটি ভেঙে ফেলার দাবি জানিয়েছে। এমনটা না করলে ভারতও নিজেদের বাঙ্কার তৈরি করবে।

আরও পড়ুন: আর নয়! চ্যাম্পিয়ন্স ট্রফিই হতে চলেছে রোহিত শর্মার শেষ ICC টুর্নামেন্ট? মিলল বড় আপডেট

সীমান্ত এলাকার ব্যবস্থাপনা রয়েছে BSF-এর হাতে: জানিয়ে রাখি যে, সীমান্তের এই অংশটি রাজস্থান সরকারের আওতায় রয়েছে। তবে সীমান্ত এলাকাটি গুজরাট সীমান্ত থেকে BSF দ্বারা পরিচালিত হয়। জানা গিয়েছে, বর্তমানে পাকিস্তানের (India-Pakistan) ওই নির্মাণকাজ বন্ধ রয়েছে এবং ব্যাটালিয়ন কমান্ডার মাটিতে নির্মাণস্থল পরিমাপের কথা বলছেন। এই ঘটনাটি সম্পর্কে সদর দফতরকে জানানো হয়েছে।

আরও পড়ুন: মহিলাদের হাতে সঁপে দেবেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট! নারী দিবসের প্রাক্কালে বড় ঘোষণা মোদীর

পাকিস্তান রেঞ্জার্স কোনও প্রতিক্রিয়া জানায়নি: এই প্রসঙ্গে পাকিস্তান (India-Pakistan) রেঞ্জার্সের তরফে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তারা নির্মাণকাজ অব্যাহত রাখলে এই অবৈধ বাঙ্কারের সামনে BSF-ও একই ধরণের বাঙ্কার তৈরি করবে। উল্লেখ্য যে, সেনাবাহিনীর সাথে BSF ভারত-পাকিস্তান সীমান্তের ২,২৯৬.৬৬ কিলোমিটার এবং নিয়ন্ত্রণ রেখার ৪৩৫ কিলোমিটার পাহারা দেয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর