বাংলাহান্ট ডেস্ক : ভারতের (India) জন্য আমেরিকার অনুদান দেওয়া নিয়ে বিতর্ক থামার নাম নেই। ভারতের মানুষকে নির্বাচনে উৎসাহ দেওয়ার জন্য নাকি আমেরিকা থেকে টাকা আসত। কিন্তু সম্প্রতি সেই ২ কোটি ১০ লক্ষ ডলার অনুদান বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই তীব্র শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। আর তাতে আরো ইন্ধন জোগাচ্ছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ফের বিষ্ফোরক মন্তব্য করলেন তিনি ভারতকে (India) নিয়ে।
ভারতকে (India) অনুদান দেওয়া নিয়ে বিষ্ফোরক ট্রাম্প
শনিবার এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘ভারতে নির্বাচনের জন্য এত টাকা আমরা কেন দেব? বরং ওরা আমাদের সাহায্য করুক। সেটা কেমন হবে? ভারতের (India) টাকার কোনো প্রয়োজন নেই’। এখানেই না থেমে তিনি আরো বলেন, ‘ভারত (India) আমাদের থেকে প্রচুর সুযোগ সুবিধা নেয়। ওদের করের পরিমাণ অনেক বেশি। আমরা ওখানে কিছু বিক্রি করতে চাইলে ২০০ শতাংশ কর নেওয়া হয়। আর ওদের ভোটের জন্য আমরা টাকা পাঠাচ্ছি! কেন?’
টানলেন প্রধানমন্ত্রী মোদীকেও: এর আগেও ভারতে (India) অনুদান পাঠানো নিয়ে মন্তব্য করতে শোনা গিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও টেনে এনেছেন তিনি। ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, ‘ভারতে ভোটের হার বৃদ্ধি করতে ২.১০ কোটি ডলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যাচ্ছে। কিন্তু কেন এই টাকা আমরা ভারতকে (India) দেব? আমাদেরও তো ভোটের হার বৃদ্ধি করার দরকার’।
আরো পড়ুন : স্বামী ভেবে কিনা “দাদা”র সঙ্গে সংসার! TRP ধরতে “বিষ্ফোরক” প্রোমো জি এর সিরিয়ালের, ট্রোলে ভাসল নেটপাড়া
কী বলল বিদেশ মন্ত্রক: ট্রাম্পের একটানা ‘উসকানিমূলক’ মন্তব্যের পরেই ভারতের বিদেশ মন্ত্রক মুখ খুলেছে এ বিষয়ে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, মার্কিন প্রশাসনের তরফে তহবিল সংক্রান্ত কিছু তথ্য প্রকাশ করা হয়েছে, যা খুবই উদ্বেগের। ভারতে যে ইউএসএইড কে কাজ করতে দেওয়া হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের ভালো কাজ করার জন্য সরল বিশ্বাসে অনুমতি দেওয়া হয়েছিল।
আরো পড়ুন : বাপ কা বেটা! এবার ৩০,০০০ কোটি বিনিয়োগের ঘোষণা আদানি-পুত্রের, পাল্টে যাবে এই রাজ্যের ভোল
এবার খারাপ কাজে আমেরিকার অনুদান ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠছে। সেটা খতিয়ে দেখা দরকার। যদি এই অভিযোগ সত্যি হয়, যদি ভারতের (India) অভ্যন্তরীণ কাজে বিদেশি হস্তক্ষেপ হয়, তাহলে সেই কাজের সঙ্গে কারা যুক্ত রয়েছে তা জানা দেশের মানুষের অধিকার বলে মন্তব্য করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।