বাংলা হান্ট ডেস্ক: এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের (Pakistan) F-16 যুদ্ধবিমানের উদ্দেশ্যে রীতিমতো তোপ দেগেছেন। ট্রাম্প প্রশাসন পাকিস্তানে মার্কিন সমর্থিত কর্মসূচির জন্য ৩৯.৭ কোটি ডলার যেটি করেছে। এর উদ্দেশ্য পাকিস্তানে আমেরিকা দ্বারা তৈরি F-16 যুদ্ধবিমানগুলির ব্যবহার পর্যবেক্ষণ করা। যাতে এটা নিশ্চিত করা যায় যে সেগুলি সন্ত্রাসবিরোধী অভিযানে ব্যবহার করা হয় এবং পাকিস্তান তার প্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে।
পাকিস্তানের (Pakistan) ওপর বিশেষ নজর আমেরিকার:
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০১৯ সালে, পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে কাশ্মীরে বিমান সংঘর্ষের সময়ে আমেরিকার তৈরি F-16 যুদ্ধবিমান মোতায়েনের অভিযোগ আনা হয়েছিল। এই ঘটনাটি সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য মার্কিন সামরিক ব্যবহারের চুক্তির সম্ভাব্য লঙ্ঘন সম্পর্কে ওয়াশিংটনের চিন্তার উদ্রেক ঘটিয়েছিল।
ট্রাম্প বিদেশি সাহায্য নিষিদ্ধ করেছেন: উল্লেখ্য যে, গত মাসে রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরপরই বৈদেশিক সাহায্যের ওপর ৯০ দিনের নিষেধাজ্ঞা জারি করেছেন। বিশ্বজুড়ে মানবিক সহায়তা কর্মসূচির জন্য ফান্ডিং বন্ধ করেন তিনি। এমতাবস্থায়, মধ্যপ্রাচ্যের মাত্র দু’টি দেশ ইজরায়েল ও মিশর এথেকে অব্যাহতি পেয়েছে। বাকি অন্যান্য দেশের সাহায্য বন্ধ করে দেওয়া হয়।
USAID-এর বিরুদ্ধে ট্রাম্পের পদক্ষেপ: জানিয়ে রাখি যে, ট্রাম্প দীর্ঘদিন ধরে বিদেশি সহায়তার বিরুদ্ধে কথা বলে আসছেন। শুধু তাই নয়, ট্রাম্প মার্কিন “বিদেশি সাহায্য শিল্প”-কে “অনেক ক্ষেত্রে আমেরিকান মূল্যবোধের পরিপন্থী” বলেও বর্ণনা করেছেন।
আরও পড়ুন: ছিঃ! ভারতকে এইভাবে ধোঁকা দিল মলদ্বীপ! চিনের হাত ধরে এটা কী করলেন মুইজ্জু?
ধনকুবের ইলন মাস্কের ডিপার্টমেন্ট ফর গভর্নমেন্ট এফিসিয়েন্সি (DOGE) ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট আমেরিকার বিদেশি সাহায্যের প্রধান সরবরাহ ব্যবস্থা হিসেবে এবং মার্কিন “সফট পাওয়ার”-এর একটি প্রধান হাতিয়ার ভেঙে দেওয়ার প্রচেষ্টারকে নেতৃত্ব দিয়েছে৷