জামিনের পরেই ঝটকা! ED-র নয়া পদক্ষেপে ঘুম উড়ল জ্যোতিপ্রিয়র! রেশন দুর্নীতিতে নয়া মোড়

বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি কাণ্ডে (Ration Scam) গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্য ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। প্রায় ১৫ মাস জেলের চার দেওয়ালের মধ্যে জীবন কেটেছে তাঁর। তবে সম্প্রতি বালু জামিন পেয়েছেন। নতুন বছরেই ইডির বিশেষ আদালত জামিন দিয়েছে তাঁকে। জেলমুক্তির পর ধীরে ধীরে রাজনীতির আঙিনায় সক্রিয় হয়ে উঠছেন হাবড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক। এই আবহে বড় পদক্ষেপ নিল ইডি (Enforcement Directorate)।

ঘুরপথে বালুকে (Jyotipriya Mallick) চাপে ফেলতে চাইছে ইডি?

দীর্ঘদিন ধরে রেশন দুর্নীতি কাণ্ডের তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই দুর্নীতি কাণ্ডের শিকড় খুঁজতে মরিয়া কেন্দ্রীয় এজেন্সি। সোমবার যেমন এই মামলায় পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে ইডি। সেখানে নাম রয়েছে হাবড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন খাদ্য ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শান্তনু ভট্টাচার্যের।

শান্তনু ছাড়াও ইডির (ED) চার্জশিটে নাম রয়েছে আরও দু’জনের। তাঁরা হলেন সুব্রত ঘোষ এবং হিতেশ চন্দক। গোয়েন্দা সূত্রে খবর, সুব্রত এবং হিতেশ দু’জনেই চালকল মালিক। এছাড়াও কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে বেশ কয়েকটি সংস্থারও নাম রয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ দাঁড়িয়ে BDO, চেয়ারে বসে TMC নেতা! সরকারি অনুষ্ঠানের ছবি পোস্ট করে বিস্ফোরক সৌমিত্র খাঁ

আজ ইডির বিশেষ আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের কাছে এই চার্জশিট জমা করেছে ইডি। তদন্তকারী সংস্থার দাবি, এই তিন অভিযুক্তের অ্যাকাউন্টে রেশন দুর্নীতি কাণ্ডের টাকা ঘুরপথে ঢুকেছে। দুর্নীতির টাকায় এই তিনজনেরও ভাগ রয়েছে।

Ration scam Enforcement Directorate ED questioned in Court Jyotipriya Mallick

উল্লেখ্য, রেশন দুর্নীতি কাণ্ডের শুরু থেকে জ্যোতিপ্রিয়র (Jyotipriya Mallick) চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শান্তনু ভট্টাচার্যের কর্মকাণ্ডে নজর রয়েছে ইডির। প্রথম থেকেই তদন্তকারীরা আদালতে দাবি করছেন, দুর্নীতির টাকা কোন পথ হয়ে আসবে, সেটার হিসেব রাখতেন বালুর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শান্তনু। পরবর্তীতে তাঁকে গ্রেফতারও করা হয়। এবার সেই শান্তনুর বিরুদ্ধে চার্জশিট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর