বিপুল বেতন বৃদ্ধি রাজ্যের সব ডাক্তারদের, কত টাকা বাড়ল? বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ গত অগস্ট মাসে আরজি কর হাসপাতালে ডিউটিরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে প্রশ্ন উঠেছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দিকে। ২০২৪ অগাস্ট থেকে ২০২৫ ফেব্রুয়ারী। মাঝের কয়েক মাসে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে বহু জল। এবার নয়া বছরে নতুন উদ্যমে ধন ধান্য স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও চিকিৎসকদের (Doctors) বৈঠক। আর সেই বৈঠক থেকেই বড় ঘোষণা। (West Bengal Government)

বেতন বৃদ্ধি রাজ্যের ডাক্তারদের- West Bengal Government

এদিনের বৈঠকে বহু চিকিৎসকদের পাশাপাশি উপস্থিত ছিলেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, জেলা স্বাস্থ্য আধিকারিকরাও। সেখান থেকেই মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘ইনটার্ন, হাউস স্টাফ সহ পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি-দের ভাতা এবার থেকে ১০ হাজার টাকা করে বাড়ানো হল’। একই সাথে মমতা বলেন, ‘সিনিয়র ডাক্তারদের স্যালারি ১৫ হাজার বাড়ালাম। সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের বেতন মাসিক ১৫০০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

West Bengal CM Mamata Banerjee to hold a meeting with doctors

হিসেব বলছে, এক ধাক্কায় এই বেতন বৃদ্ধির ফলে সিনিয়র ডিপ্লোমা চিকিৎসকদের বেতন ৬৫ হাজার থেকে ১৫ হাজার বেড়ে হল ৮০ হাজার টাকা। একইভাবে সিনিয়র ডিগ্রি চিকিৎসকদের বেতন ৭০ হাজার টাকা থেকে বেড়ে হল ৮৫ হাজার টাকা।

আরও পড়ুন: ডাক্তারদের সাসপেনশন বাতিল! স্যালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যুর ঘটনায় বড় ঘোষণা মমতার

তিলোত্তমা কাণ্ডের পর থেকেই কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি জানিয়েছিলেন চিকিৎসকরা। সেই লক্ষ্যেও বড় নির্দেশ দেন মমতা। বলেন, প্রয়োজনে এক্স সার্ভিসম্যানদেরকেও যুক্ত করা করা যেতে পারে। সরকারি হস্টেল ও মেডিক্যাল কলেজে খেলাধুলোয় অর্থ বরাদ্দ করার কথা বলেন তিনি। মোবাইল ভ্যান বাড়ানোর কথা শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর