বাংলাহান্ট ডেস্ক : করোনা পরবর্তী সময়ে একাধিক দেশ চিনের ওপর নির্ভরতা কমাতে পণ্য উৎপাদন ও বিক্রয়ের ক্ষেত্রে বিকল্প সন্ধানে জোর দিয়েছে। সেই তালিকায় উদ্যোগপতিদের পছন্দের প্রথম সারিতেই রয়েছে ভারত (India) । এবার একাধিক জাপানি সংস্থা ভারতে উৎপাদন ও বিক্রয় ব্যবস্থা শক্তিশালী করতে কোমর বেঁধে নেমে পড়েছে। উপদেষ্টা সংস্থা ডেলয়েট-এর বিশেষজ্ঞরা জানাচ্ছেন এমনটাই।
ভারতকে (India) নিয়ে নয়া প্ল্যান জাপানের
জাপানে ডেয়লয়েট-এর চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) কেনিচি কিমুরা বলেছেন, ‘কোভিড পরবর্তী সময়ে জাপানি সংস্থাগুলি সক্রিয় ভাবে চিনের পাশাপাশি অন্য কোনও দেশে সাপ্লাই চেইন তৈরি করার কৌশল নিয়েছে। আর সে ক্ষেত্রে ভারতকেই বেছে নিচ্ছে তারা। কিছু সংস্থা চিন ছেড়ে জাপানে ফিরে গিয়েছে। বাকি সংস্থাগুলি শুধুমাত্র উৎপাদন কেন্দ্র হিসাবেই ভারতকে বেছে নিচ্ছে না, মিডল ইস্ট এবং আফ্রিকার মতো বিপুল বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এমন দেশগুলিতে প্রবেশের দ্বার হিসেবেও এ দেশের গুরুত্ব বাড়ছে।’
আরোও পড়ুন : মমতার বৈঠকে থাকছেন না অনিকেত-কিঞ্জলরা! ‘কারণ’ হিসেবে বিরাট যুক্তি দিলেন প্রতিবাদী ডাক্তাররা
বলাই বাহুল্য জাপানি ইনভেস্টারদের আকৃষ্ট করছে ভারতের (India) ক্রমবর্ধমান ডোমেস্টিক চাহিদা। পাশাপাশি ভারতে স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ ও দক্ষ কারিগরদের বিষয়টিও মাথায় রেখেছে জাপান। কিমুরার বক্তব্য, ‘ভারতের বাজারের বিপুল সম্ভাবনার পুরোটাই এখনও দখল করে উঠতে পারেনি জাপানি সংস্থাগুলি। ভারতকে আমরা শুধুই ব্যবসার বাজার হিসেবে দেখি না। আঞ্চলিক এবং আন্তর্জাতিক সাফল্য দিতে জরুরি সাপ্লাই চেন কেন্দ্র হিসেবেও আমাদের কাছে ভারতের অপরিসীম গুরুত্ব রয়েছে।’
আরোও পড়ুন : নবাব সিরাজদ্দৌলার হীরাঝিল প্রাসাদ নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা! শুনবেন প্রধান বিচারপতি
স্থানীয় বাজারে উৎপাদন বৃদ্ধি ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে উৎপাদন ইউনিট সরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জাপান (Japan) সরকার বিপুল পরিমাণ আর্থিক বরাদ্দ করেছে ইতিমধ্যেই। কিমুরার মতে, ভারতের ঘরোয়া বাজারে বিপুল চাহিদা ও সস্তায় দক্ষ শ্রমিকরা জাপানি সংস্থাগুলির কাছে আগ্রহের অন্যতম বড় কারণ। জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের ডেটা উল্লেখ করে রোমাল শেট্টি বলেন, জাপানের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের তালিকায় ভারত পিছনে ফেলে দিয়েছে চিনকে (China)।
প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছে জাপান । এই প্রসঙ্গে দক্ষিণ এশিয়ায় ডেলয়েট-এর (Deloitte) সিইও রোমাল শেট্টি জানান যে, ‘চায়না প্লাস ওয়ান কৌশল জাপানি সংস্থাগুলিকে ভারতে বিনিয়োগে উদ্বুদ্ধ করেছে। চিনের প্রতি নির্ভরতা কমিয়ে সাপ্লাই চেন অন্যত্র সরানো এবং ভারতের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ কাজে লাগাতে চাইছে তারা।’